ইতিহাস গড়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কো
ইতিহাস গড়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কো
অনলাইন ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
ফুটবল ইতিহাসে আরেকটি চমক উপহার দিল আফ্রিকার দেশ মরক্কো। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো অনূর্ধ্ব-২০ দল। চিলির রানকাগুয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে যুক্তরাষ্ট্রের দাপুটে আক্রমণও ভাঙতে পারেনি মরক্কোর দুর্ভেদ্য রক্ষণভাগ। সুযোগ পেলে সেটি কাজে লাগিয়ে ইতিহাস রচনা করে তরুণ মরক্কোরা।
পুরো ম্যাচে বল দখলে স্পষ্ট আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের। ৭৩ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখলেও তারা গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। যুক্তরাষ্ট্রের ১৩টি শটের মধ্যে মাত্র তিনটি ছিল লক্ষ্যে, বিপরীতে মরক্কো নিয়েছিল ৭টি শট, যার তিনটিই ছিল গোলমুখে সঠিকভাবে।
৩১তম মিনিটে ম্যাচে প্রথম গোল করে মরক্কো এগিয়ে যায়। ফুয়াদ জাহুয়ানি কাছ থেকে জোরালো শটে বল জালে জড়ান। তবে বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। কোল ক্যাম্পবেলের সফল স্পটে কিকেই ১-১ করে ফেলে তারা।
দ্বিতীয়ার্ধেও বল দখলে এগিয়ে থাকে যুক্তরাষ্ট্র, কিন্তু গোলের সামনে ছিল অদক্ষ। ৬৭তম মিনিটে আসে ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। মরক্কোর ইয়াসির জাবিরির একটি শট যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার জোশুয়া উইন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে পড়ে—আত্মঘাতী গোলে ২-১ এ এগিয়ে যায় মরক্কো।
শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় মরক্কো। ৮৭তম মিনিটে মার্কিন মিডফিল্ডার হ্যাবরুনে ও গোলরক্ষক অ্যাডাম বোড্রির মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে ইলিয়াস বুমাসসাউদি বল বাড়ান গেসসিম ইয়াসিনকে। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড শান্তভাবে বল জালে পাঠিয়ে স্কোরলাইন করেন ৩-১।

কোন মন্তব্য নেই