ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা: নারীদের ওয়ানডেতে এক বছরে এক হাজার রান করা প্রথম ব্যাটার
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা: নারীদের ওয়ানডেতে এক বছরে এক হাজার রান করা প্রথম ব্যাটার
অনলাইন ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা ভারতের বাঁহাতি ওপেনার স্মৃতি মান্ধানা রোববার গড়েছেন এক অনন্য ইতিহাস। নারীদের ওয়ানডে ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে এক হাজার রান করা প্রথম ব্যাটার হিসেবে নাম লিখিয়েছেন তিনি। ভিসাখাপাত্নামে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৬ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলেন মান্ধানা। এই ইনিংস দিয়েই তিনি নতুন ইতিহাস রচনা করেন এবং নিজের আগের রেকর্ডকে আরও উজ্জ্বল করেন।
চলতি বছর এখন পর্যন্ত ১৮টি ওয়ানডে ম্যাচ খেলে মান্ধানার সংগ্রহ ১,০৬২ রান। ২০২৫ সালে এই সংস্করণে তিনি করেছেন চারটি সেঞ্চুরি ও চারটি ফিফটি। তার ব্যাটিং গড় ৫৯ এবং স্ট্রাইক রেট ১১২.৮৫—যা নারীদের ক্রিকেটে অসাধারণ এক দৃষ্টান্ত। এর আগে এক পঞ্জিকাবর্ষে সর্বাধিক রান ছিল অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার বেলিন্ডা ক্লার্কের, যিনি ১৯৯৭ সালে ১৬ ম্যাচে করেছিলেন ৯৭০ রান। তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, যিনি ২০২২ সালে ৮৮২ রান করেন।
এই ম্যাচে মান্ধানা আরও এক মাইলফলক স্পর্শ করেছেন। নারী ওয়ানডেতে মাত্র ১১২ ইনিংসে পাঁচ হাজার রান পূর্ণ করে তিনি হয়ে গেছেন ইতিহাসের দ্রুততম ক্রিকেটার। এর আগে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেইলরের দখলে, যিনি ১২৯ ইনিংসে পাঁচ হাজার রান করেছিলেন। শুধু তাই নয়, পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে ভারতীয়দের মধ্যে দ্রুততম ৫০০০ রান পূরণের রেকর্ডও এখন মান্ধানার। এতদিন এই রেকর্ড ছিল বিরাট কোহলির দখলে, যিনি ১১৪ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন।
বিশ্ব ক্রিকেটের হিসাবেও মান্ধানার অবস্থান এখন উজ্জ্বল। পুরুষ ও নারী মিলিয়ে ওয়ানডেতে দ্রুততম পাঁচ হাজার রান করার তালিকায় তিনি তৃতীয় স্থানে। পাকিস্তানের বাবর আজম ৯৭ ইনিংসে এবং দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ১০১ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। মান্ধানা এই ম্যাচে ব্যাট হাতে নামেন মাত্র ১৮ রান দূরে থেকে। ম্যাচের অষ্টম ওভারে সোফি মলিনিউকে চারের পর ছক্কা মেরে এই মাইলফলক স্পর্শ করেন তিনি, আর তাতেই ইতিহাসের পাতায় উঠে যায় তার নাম।
চমৎকার ব্যাটিংয়ে ৪৬ বলে ফিফটি পূর্ণ করেন মান্ধানা। এই সময়ে ৭টি চারের সঙ্গে মারেন একটি ছক্কা। দুই ওভার পর কিম গার্থকে ছক্কা মেরে ওয়ানডেতে পাঁচ হাজার রান পূর্ণ করেন তিনি। ইনিংসের ২৫তম ওভারে এসে মান্ধানার ইনিংসের ইতি ঘটে। সোফি মলিনিউকে স্লগ সুইপে ছক্কার চেষ্টায় ডিপ মিডউইকেটে ধরা পড়েন তিনি। তবে তার ৮০ রানের ইনিংসে ভারত গড়ে তোলে ৩৩০ রানের বিশাল সংগ্রহ। অপর ওপেনার প্রাতিকা রাওয়াল করেন ৯৬ বলে ৭৫ রান, যার মধ্যে ছিল ১০টি চার ও ১টি ছক্কা।
স্মৃতি মান্ধানার এই অর্জন শুধু ভারতের নয়, বরং পুরো নারীদের ক্রিকেট ইতিহাসে এক অনন্য অধ্যায়। ধারাবাহিক পারফরম্যান্স, দৃঢ় মানসিকতা ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে তিনি প্রমাণ করেছেন—নারী ক্রিকেটও এখন রেকর্ডবুকে নতুন দিগন্ত লিখছে।

কোন মন্তব্য নেই