চীনে ইতিহাস গড়লেন বাংলাদেশের নাবীয়ুন, জিতলেন জোড়া স্বর্ণপদক
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
চীনে ইতিহাস গড়লেন বাংলাদেশের নাবীয়ুন, জিতলেন জোড়া স্বর্ণপদক
ক্রীড়া প্রতিবেদক | টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, দুপুর ১২:১১
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস লিখলেন বগুড়ার তরুণ স্কেটার নাবীয়ুন ইসলাম পৃথিবী। চীনের জিনজিয়াং প্রদেশের কারামাই শহরে অনুষ্ঠিত ‘বেল্ট অ্যান্ড রোড চায়না-আসিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি ইনভাইটেশনাল টুর্নামেন্ট’-এ অংশ নিয়ে তিনি একাই জিতেছেন দুটি স্বর্ণপদক, যা বাংলাদেশের রোলার স্কেটিং ইতিহাসে এক ঐতিহাসিক অর্জন।
দীর্ঘ সাত বছর পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েই এমন সাফল্য পেয়েছে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন। নাবীয়ুনের এই জোড়া স্বর্ণের সুবাদে বাংলাদেশ ভেঙে দিয়েছে ৩০ বছরের পুরনো রেকর্ড। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড এশিয়া স্কেটিং ও চায়না রোলার স্কেটিং ফেডারেশনের তত্ত্বাবধানে, যেখানে এশিয়ার ১৭টি দেশের তিন শতাধিক স্কেটার অংশ নেন।
জুনিয়র-এ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করা নাবীয়ুন প্রথম দিনে ৫০০ মিটার স্পিড রেসে এবং দ্বিতীয় দিনে ১০০০ মিটার স্প্রিন্ট রেসে প্রথম স্থান অর্জন করেন। এই সাফল্যের মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের প্রথম স্কেটার, যিনি আন্তর্জাতিক পর্যায়ে একসঙ্গে দুটি স্বর্ণপদক জয় করেছেন।
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান বলেন,
“নাবীয়ুন ইসলাম পৃথিবীর এই অর্জন শুধু বাংলাদেশের নয়, এশিয়ার রোলার স্কেটিং ইতিহাসেও এক মাইলফলক।”
নাবীয়ুনের সাফল্যের পাশাপাশি বাংলাদেশ দলের আতাহার শিহাব অদিত আরও দুটি রৌপ্য পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন।
বগুড়া রোলার স্কেটিং ক্লাবের হয়ে অনুশীলনকারী নাবীয়ুন এই ক্লাবের প্রতিষ্ঠাতা ও কোচ আশরাফুল ইসলাম রহিতের বড় ছেলে। কোচ রহিত বলেন,
“এশিয়ার ১৭টি দেশের মধ্যে প্রতিযোগিতা করে ৩০ বছরের ইতিহাসে বাঙালি ছেলে হিসেবে দুটি স্বর্ণ জেতা এক বিশাল অর্জন। আশা করি সে আরও দূর এগিয়ে যাবে।”
গত ৮ অক্টোবর চীনের উদ্দেশে রওনা হওয়া ১০ সদস্যের বাংলাদেশ দলের অন্যান্য সদস্যরা হলেন— আকিফ হামিদ, মুনজির আফনান বিশ্বাস, আতাহার শিহাব অদিত, জারিফ আহমেদ সরকার, ফ্যালিশা রুজবেহ, আফরাজ বিন আরিফ এবং নাবীয়ুন ইসলাম পৃথিবী।
এই অর্জনের মাধ্যমে বাংলাদেশের রোলার স্কেটিং বিশ্বমঞ্চে নতুন এক অধ্যায়ের সূচনা করলো।

কোন মন্তব্য নেই