২০২৭ বিশ্বকাপে খেলতে কঠিন সমীকরণে বাংলাদেশ
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
২০২৭ বিশ্বকাপে খেলতে কঠিন সমীকরণে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, দুপুর ১:৩৪
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স সাম্প্রতিক সময়ে কিছুটা আশাব্যঞ্জক হলেও ওয়ানডেতে পরিস্থিতি একেবারেই উল্টো। এক সময় এই ফরম্যাটেই সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে পরিচিত ছিল টাইগাররা, কিন্তু এখন যেন হারাচ্ছে নিজেদের ছন্দ। সবশেষ ১১ ম্যাচের মধ্যে ১০টিতেই পরাজিত হয়েছে বাংলাদেশ, টানা হেরেছে চারটি সিরিজ—যা দলের আত্মবিশ্বাস ও আইসিসি র্যাংকিং দুই-ই নিচে নামিয়েছে।
বর্তমানে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ১০ নম্বরে, যা গত ১৯ বছরের মধ্যে দলের সর্বনিম্ন অবস্থান। এই অবস্থায় ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ওই বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হলে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে র্যাংকিংয়ের শীর্ষ নয় দলের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে।
তবে যদি সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা সেই সময় র্যাংকিংয়ে সেরা আটের বাইরে চলে যায়, তাহলে বাংলাদেশকে থাকতে হবে সেরা আটে— তবেই সরাসরি বিশ্বকাপের টিকিট মিলবে।
আফগানিস্তান সিরিজ শেষে বাংলাদেশ দল আগামী এক বছরে আরও আটটি ওয়ানডে সিরিজ খেলবে, প্রতিটি সিরিজেই তিনটি করে ম্যাচ। অর্থাৎ সামনে রয়েছে ২৪টি গুরুত্বপূর্ণ ওয়ানডে ম্যাচ, যা নির্ধারণ করবে টাইগাররা ২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে কি না।
বর্তমানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করেই বাংলাদেশ যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অপেক্ষা করছে। এরপর দীর্ঘ বিরতির পর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর কোনো ওয়ানডে ম্যাচ নেই দলের।
বিশ্বকাপের পর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ছয়টি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এর মধ্যে মার্চ-এপ্রিলে পাকিস্তান ও নিউজিল্যান্ড, জুনে অস্ট্রেলিয়া এবং সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ অনুষ্ঠিত হবে। অন্যদিকে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বিদেশের মাটিতে।
বিশ্লেষকদের মতে, এই ২৪ ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। তাই এখন থেকেই দলকে র্যাংকিংয়ের সেরা আটে ফেরাতে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে হবে।

কোন মন্তব্য নেই