গাজাবাসীর জন্য ২ কোটি পাউন্ড মানবিক সহায়তা ঘোষণা করল যুক্তরাজ্য
![]() |
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত |
আন্তর্জাতিক ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, সকাল ১১:৪৩ | আপডেট: ১১:৪৫ এএম
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার মানবিক সংকট নিরসনে নতুন করে সহায়তার হাত বাড়িয়েছে যুক্তরাজ্য। দেশটি গাজাবাসীর জন্য ২ কোটি পাউন্ড মানবিক সহায়তা ঘোষণা করেছে, যা ব্যয় হবে সুপেয় পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যসেবা উন্নয়নে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এই সহায়তা প্যাকেজ যুক্তরাজ্য সরকারের চলতি বছরের ১১ কোটি ৬০ লাখ পাউন্ডের বৃহত্তর মানবিক উদ্যোগের অংশ।
রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এই নতুন অর্থায়নের লক্ষ্য হলো গাজার মানুষের জীবন পুনর্গঠন, মৌলিক চাহিদা পূরণ এবং স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা। চলমান সংঘাতের কারণে গাজায় জীবনযাত্রা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে, ফলে আন্তর্জাতিক সহায়তা এখন তাদের টিকে থাকার অন্যতম ভরসা।
গাজার সংকট সমাধান ও শান্তি পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আজ সোমবার মিসরের শারম আল শেখে বসছে আন্তর্জাতিক শান্তি সম্মেলন। এই সম্মেলনের যৌথ সভাপতিত্ব করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
ইতোমধ্যে সম্মেলনে অংশ নিতে মিসরে পৌঁছেছেন বিশ্বনেতারা— যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
সম্মেলনের সময় কিয়ার স্টারমার আরও নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেছেন, যদি শান্তি পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে উভয় পক্ষের মানুষই নিরাপদ পরিবেশে নিজেদের জীবন পুনর্নির্মাণ করতে পারবেন।

কোন মন্তব্য নেই