মিরপুরের পর ধানমন্ডি ৩২-এ আগুন, রাজধানীতে আবারও অগ্নিকাণ্ডের আতঙ্ক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মিরপুরের পর ধানমন্ডি ৩২-এ আগুন, রাজধানীতে আবারও অগ্নিকাণ্ডের আতঙ্ক

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মিরপুরের পর ধানমন্ডি ৩২-এ আগুন, রাজধানীতে আবারও অগ্নিকাণ্ডের আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
🕓 প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, বিকেল ৪:৫৬

রাজধানী ঢাকায় একের পর এক অগ্নিকাণ্ডে দেখা দিয়েছে চরম আতঙ্ক। মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসার আগেই এবার আগুন লেগেছে ধানমন্ডি ৩২ নম্বরে একটি নির্মাণাধীন ভবনে


🚒 বেলা ৩টা ২০ মিনিটে ধানমন্ডিতে আগুন, নিয়ন্ত্রণে আসে অর্ধঘণ্টায়

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বুধবার (১৫ অক্টোবর) বেলা ৩টা ২০ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরের একটি নির্মাণাধীন ভবনে হঠাৎ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং বেলা ৩টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা জানিয়েছেন, ভবনে শ্রমিকরা কাজ করছিলেন এবং সবাই নিরাপদে সরে যেতে সক্ষম হয়েছেন।


💥 মিরপুরে এখনও জ্বলছে রাসায়নিক গুদাম

অন্যদিকে, মিরপুর রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় অবৈধ রাসায়নিক গুদামে মঙ্গলবার রাত থেকে জ্বলতে থাকা আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন—

“আমাদের অগ্নিনির্বাপণ কার্যক্রম চলছে। তবে মাল্টিপারপাস কেমিক্যালের কারণে আগুন সম্পূর্ণভাবে নেভাতে সময় লাগছে। এসব রাসায়নিক থেকে বিষাক্ত ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে, যা মানুষের শ্বাসকষ্টের কারণ হচ্ছে।”

তিনি আরও জানান,

“ঘনবসতি ও সংকীর্ণ গলি থাকার কারণে কাজ করতে বেগ পেতে হচ্ছে। স্থানীয়দের মাইকিং করে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে।”


⚠️ রাসায়নিক গুদাম উচ্ছেদে অভিযান শুরু

ফায়ার সার্ভিস জানায়, অবৈধ রাসায়নিক গুদাম উচ্ছেদে অভিযান শুরু করা হয়েছে। তবে নিবন্ধনহীন গুদাম, অগ্নিনিরাপত্তা উপেক্ষা এবং আবাসিক এলাকায় বিপজ্জনক কেমিক্যাল সংরক্ষণের কারণে রাজধানীবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


🧯 ফায়ার সার্ভিসের মন্তব্য

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, শিয়ালবাড়ির গুদামঘরে কেউ আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত হতে কিছুটা সময় লাগছে।

“গুদামের মূল গেট খোলা হয়েছে। ভেতরে প্রচুর ধোঁয়া থাকায় নিশ্চিত হওয়া কঠিন। তবে এখন পর্যন্ত কোনো মৃতদেহ পাওয়া যায়নি।”

কোন মন্তব্য নেই