মহেশখালীতে কোস্টগার্ড-নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ জিয়া বাহিনীর ৯ সদস্য গ্রেপ্তার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মহেশখালীতে কোস্টগার্ড-নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ জিয়া বাহিনীর ৯ সদস্য গ্রেপ্তার

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত


মহেশখালীতে কোস্টগার্ড-নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ জিয়া বাহিনীর ৯ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, সকাল ০৮:৫৬

কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ কুখ্যাত ‘জিয়া বাহিনী’র ৯ সদস্যকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সামিরা ঘোনা, মোহাম্মদ শাহ ঘোনা, নয়া পাড়া ও টেকপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ও উদ্ধার সামগ্রী
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম উল হক জানান, আটকরা হলেন—মোহাম্মদ আলী (৫৪), মানিক (২৭), গিয়াস উদ্দিন (৫৯), সালাউদ্দিন (২৭), শহিদুল্লাহ (৫২), সবুজ (২৭), আতিকুর রহমান (৩২), রিজওয়ান (২৪) ও নাদিম উদ্দিন (৩৫)।
তারা মহেশখালীর কালারমারছড়া ও হোয়ানক ইউনিয়নের বাসিন্দা।

অভিযানে উদ্ধার করা হয়েছে—

  • ১টি বিদেশি পিস্তল

  • ৮টি দেশীয় আগ্নেয়াস্ত্র

  • ৮ রাউন্ড তাজা গোলা

  • ১৫ রাউন্ড কার্তুজ

  • ২টি ম্যাগাজিন

  • ১৩টি দেশীয় অস্ত্র

  • বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম

অভিযানের প্রেক্ষাপট
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, কালারমারছড়ায় একদল সশস্ত্র সন্ত্রাসী স্থানীয় জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে লবণের মাঠ ও চিংড়ির ঘোনা দখল করে নেয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কোস্টগার্ড গোয়েন্দা নজরদারি চালায়। পরে নৌবাহিনীর সহযোগিতায় সফল অভিযান পরিচালনা করে জিয়া বাহিনীর সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, “অস্ত্র ও আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিরাপত্তা বাহিনীর নজরদারি অব্যাহত থাকবে যাতে কোনো সশস্ত্র গোষ্ঠী পুনরায় সংগঠিত হতে না পারে।”

পুলিশ ও প্রশাসনের উদ্যোগ
অভিযান-পরবর্তী সময়ে মহেশখালী এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও তল্লাশি কার্যক্রম চলবে।

মহেশখালীর এই অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়ে বলছেন, “দীর্ঘদিন পর এলাকায় শান্তির বাতাস বইতে শুরু করেছে।”

কোন মন্তব্য নেই