বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা, করপোরেট দুনিয়া থেকে ক্রিকেট বোর্ডে নতুন অধ্যায়

আপডেট: ০৩ নভেম্বর ২০২৫, সকাল ১১:০৭

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে নতুন মুখ হিসেবে যোগ দিলেন করপোরেট দুনিয়ার অভিজ্ঞ ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আজ সোমবার আনুষ্ঠানিকভাবে তাঁকে কাউন্সিলর হিসেবে মনোনীত করে বিসিবিকে চিঠি দিয়েছে।

রুবাবা দৌলার অন্তর্ভুক্তিতে ২৫ সদস্যের বিসিবি পরিচালনা পর্ষদ পূর্ণতা পেল।


ইসফাক আহসানের জায়গায় এলেন রুবাবা

এর আগে এনএসসি মনোনীত দুজন কাউন্সিলরের একজন ছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান। তবে তাঁর রাজনৈতিক সংশ্লিষ্টতা ও ২০২৪ সালের নির্বাচনে প্রার্থিতার বিষয় নিয়ে বিতর্ক ওঠায় এনএসসি তাঁকে বাদ দিয়ে রুবাবাকে মনোনয়ন দেয়।

আজকের চিঠিতে উল্লেখ করা হয়, ইসফাক আহসান আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।


বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ পদে দায়িত্ব পালন

বর্তমানে রুবাবা দৌলা আছেন বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল–এর বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের পদে। এর আগে তিনি গ্রামীণফোনএয়ারটেল–এর শীর্ষ পর্যায়ে কাজ করেছেন।

গ্রামীণফোনে ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রধান যোগাযোগ কর্মকর্তাপ্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি দেশের ক্রীড়াঙ্গনে বেশ পরিচিত মুখ হয়ে ওঠেন।


ক্রীড়াঙ্গনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক

রুবাবা দৌলা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি, পাশাপাশি ছিলেন বাংলাদেশ স্পেশাল অলিম্পিকস–এর বোর্ড সদস্য।

তিনি গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর হিসেবে কাজ করেছেন। এমনকি ২০০৭ সালে বিসিবির সঙ্গে যৌথভাবে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।


আজকের সভায় যোগ দিতে পারেন রুবাবা

আজ সোমবার বিসিবি পরিচালনা পর্ষদের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। সেখানে নতুন পরিচালক হিসেবে রুবাবা দৌলা অংশ নিতে পারেন বলে জানা গেছে।

জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত অপর কাউন্সিলর হলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক

কোন মন্তব্য নেই