বিশ্বকাপ জেতা ভারত নারী দলকে আইসিসি দিয়েছে ৫৪ কোটি, বিসিসিআই দিচ্ছে ৭০ কোটি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিশ্বকাপ জেতা ভারত নারী দলকে আইসিসি দিয়েছে ৫৪ কোটি, বিসিসিআই দিচ্ছে ৭০ কোটি


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নারী ক্রিকেটে ইতিহাস: বিশ্বচ্যাম্পিয়ন ভারত দলকে আইসিসির ৫৪ কোটি, বিসিসিআই দিচ্ছে আরও ৭০ কোটি টাকা পুরস্কার

আপডেট: ০৩ নভেম্বর ২০২৫, সকাল ১০:৫৪

নারী ক্রিকেটে এখন উৎসবের নাম ভারত। গতকাল রাতে নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ইতিহাস গড়েছে হারমানপ্রীত কৌরের দল—প্রথমবারের মতো নারী ক্রিকেট বিশ্বকাপের শিরোপা তাদের হাতে উঠেছে।


আইসিসির ৫৪ কোটি টাকার পুরস্কার

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভারত নারী দলকে দিয়েছে ৪৪ লাখ ৮০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ কোটি ২৬ লাখ টাকা
এটাই নারী ক্রিকেট ইতিহাসে এক টুর্নামেন্টে সর্বোচ্চ প্রাইজমানি।


বিসিসিআইয়ের আরও ৭০ কোটি টাকার ঘোষণা

চ্যাম্পিয়ন দলের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, নারী ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফসহ পুরো দলকে দেওয়া হবে ৫১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ কোটি ৪৪ লাখ টাকা) পুরস্কার।

সব মিলিয়ে এক রাতেই প্রায় ১২৫ কোটি টাকার প্রাইজমানি নিশ্চিত হয়েছে ভারতের নারী ক্রিকেট দলের জন্য।


নারী ক্রিকেটে সমান বেতনের যুগ

দেবজিৎ সাইকিয়া আরও বলেন,

“জয় শাহ দায়িত্ব নেওয়ার পর নারী ক্রিকেটে বিপ্লব এনেছেন। ছেলে ও মেয়েদের জন্য সমান অর্থ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। সম্প্রতি আইসিসিও নারী টুর্নামেন্টের প্রাইজমানি ৩০০% বাড়িয়েছে—২৮ লাখ ৮০ হাজার ডলার থেকে এখন তা দাঁড়িয়েছে ১ কোটি ৪০ লাখ ডলারে।”


বিশ্বকাপের সর্বোচ্চ প্রাইজমানি

এবারের নারী বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল ১৬৮ কোটি ১৫ লাখ টাকা, যা মেয়েদের যেকোনো বৈশ্বিক টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ।
আইসিসির দেওয়া ৫৪ কোটি টাকাও নারী ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন দলের চেয়েও বেশি—২০২৩ সালের ফিফা নারী বিশ্বকাপে স্পেন পেয়েছিল ৫১ কোটি ৯৭ লাখ টাকা।


বিশ্বচ্যাম্পিয়নদের উচ্ছ্বাস

হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা ও দীপ্তি শর্মাদের আনন্দের জোয়ারে এখন ভাসছে ভারত।
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ট্রফি হাতে ভারত নারী দলের উচ্ছ্বাসে মুম্বাই কেঁপে উঠেছে—আর তাদের এই জয় নারী ক্রিকেটের বিশ্বে নতুন অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।

কোন মন্তব্য নেই