নারী বিশ্বকাপে নতুন ইতিহাসের অপেক্ষা
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
নারী বিশ্বকাপে নতুন ইতিহাসের অপেক্ষা — ভারত না দক্ষিণ আফ্রিকা, কে হবে নতুন চ্যাম্পিয়ন?
টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৮:৫০
নারী ওয়ানডে ক্রিকেটে আজ তৈরি হতে যাচ্ছে নতুন ইতিহাস। প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা, আর এর মধ্য দিয়ে নারী বিশ্বকাপ পেতে যাচ্ছে একদম নতুন চ্যাম্পিয়ন।
মুম্বাইয়ের নাবি স্টেডিয়ামে আজকের ফাইনালটি তাই একেবারে ব্যতিক্রমী—কারণ এতে নেই নারী ক্রিকেটের ঐতিহ্যবাহী দুই শক্তি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এমনকি একসময় শিরোপা জয়ী নিউজিল্যান্ডও বিদায় নিয়েছে আগেই। ফলে, ইতিহাস লিখবে আজকের জয়ী দল।
কঠিন পথ পেরিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা
ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে টুর্নামেন্ট শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেই হতাশা কাটিয়ে টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেয় তারা।
গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে গুটিয়ে গেলেও, সেমিফাইনালে সেই ইংল্যান্ডকেই উড়িয়ে দেয় প্রোটিয়া মেয়েরা।
দলের প্রাণভোমরা লরা ভলভার্ট বলেছেন,
“আমরা জানি, ভারতীয় দর্শকরা স্টেডিয়াম ভরিয়ে দেবে। তবে আমরা জিততে পারলে, তারাই চুপ হয়ে যাবে!”
ইতিহাস বদলাতে চায় ভারত
অন্যদিকে ভারতীয় দলও পুরো টুর্নামেন্টে চড়াই–উতরাই পেরিয়ে এসেছে।
গ্রুপ পর্বে তারা জিতেছিল মাত্র তিন ম্যাচ, আর সেমিফাইনালে ওঠা অন্য তিন দলের কাউকেই হারাতে পারেনি। তবুও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড রান তাড়া করে জয়, পুরো ভারতকেই উন্মাদ করে তুলেছে।
অধিনায়ক হারমানপ্রিত কৌর বলেন,
“বিশ্বকাপ ফাইনালের মতো মঞ্চে এর চেয়ে বড় অনুপ্রেরণা আর কিছু নেই। আমরা জানি, হারলে কেমন লাগে (২০১৭ সালের ফাইনালের ইঙ্গিত)। এবার শুধু জয়ের আনন্দটাই পেতে চাই।”
ইতিহাসের মোড় ঘোরাবে আজ
আজকের ম্যাচে জয় মানে শুধু শিরোপা নয়, বরং নারী ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা।
ভারত কি ঘরের মাঠে ইতিহাস বদলাবে, নাকি দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়ে মাতাবে পুরো আফ্রিকা—উত্তর মিলবে আজ রাতেই মুম্বাইয়ের মাঠে।
কোন মন্তব্য নেই