গায়ের রং ফর্সা রাখতে প্রতিদিন ৪ লক্ষ টাকা মূল্যের মাশরুম খান নরেন্দ্র মোদী
গায়ের রং ফর্সা রাখতে প্রতিদিন নাকি ৪ লক্ষ টাকা মূল্যের মাশরুম খান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গুজরাটের ভোট বাজারে মঙ্গলবারের একটি জনসভায় এমনই দাবি করেন কংগ্রেস নেতা অল্পেশ ঠাকুর। কংগ্রেস নেতা অল্পেশ ঠাকুর দাবি করে বলেন, 'নরেন্দ্র মোদী গায়ের রং ফর্সা রাখতে প্রতিদিন মাশরুম। তাইওয়ান থেকে আনা হয় ওই মাশরুম। প্রতিদিন ৪ লক্ষ টাকা মূল্যের মাশরুম খেয়ে গায়ের রং ফর্সা রাখেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, ওই এক একটি মাশরুমের দাম নাকি ৮০ হাজার টাকা। প্রতিদিন খাদ্য হিসাবে মোদীর ৫টি করে মাশরুম প্রয়োজন হয় বলেও দাবি করেছেন অল্পেশ ঠাকোর।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাত্কারে অল্পেশ ঠাকুর আরো বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গায়ের রং আগে তাঁর মত ছিল। কিন্তু, তাইওয়ান থেকে আনা মাশরুম খেয়ে তাঁর গায়ের রং ফর্সা হয়ে গিয়েছে।'
যা নিয়ে রীতিমত হইচই শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে।
-এবার এই প্রসঙ্গে তাইওয়ানের এক মহিলার ভিডিও ঘিরে শুরু হয়েছে শোরগোল। মেসি জো নামে তাইওয়ানের এক মহিলা জানিয়েছেন, তাইওয়ানে এমন কোনও মাশরুম নেই, অর্থাত এই দাবির কোনও ভিত্তি নেই বলেও দাবি করেছেন তিনি।
-(কলকাতা নিউজ)

কোন মন্তব্য নেই