রোজ মাছ খান? সাবধান, ফুসফুস, মস্তিষ্ক খুবলে খাচ্ছে এরা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রোজ মাছ খান? সাবধান, ফুসফুস, মস্তিষ্ক খুবলে খাচ্ছে এরা



মাছ ছাড়া মুখে ভাত রোচে না৷ এমনই অবস্থা আপনার? তাহলে একটু সাবধান হয়ে যান৷ কারণটা জানলে চমকে যাবেন৷ মাছের লোভ সামাল দিতে না পারলে ভয়ঙ্কর এক বিপদের মুখে পড়তে চলেছেন৷

প্রতিদিন যদি আপনার খাদ্য তালিকায় সেদ্ধ মাছ বা কাঁচা মাছ থাকে তাহলে বিপদ নিশ্চিত৷ এই খাদ্যাভ্যাসে আপনার শরীরের বাসা বাঁধবে একশ্রেণীর কৃমি কীট৷ ধীরে ধীরে তারা ছড়িয়ে পড়বে দেহের সর্বত্র৷ এরা পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয়৷ এবং মস্তিষ্কে আক্রমণ করে৷



সম্প্রতি এক অসুস্থ মার্কিন নাগরিকের পেট থেক বেরিয়েছে টেপওয়ার্ম বা ফিতাকৃমি৷ এই ধরণের কৃমি দেহে বাসা বাঁধলে রক্ষে নেই৷ ওই অসুস্থ ব্যক্তির খাদ্য তালিকায় ছিল কাঁচা মাছ৷ তিনি তাই খেতেন৷ একদিন ধরা পড়ল তাঁর দেহে বাসা নিয়েছে টেপওয়ার্ম৷ মলত্যাগের সময় কৃমির অস্তিত্ব বুঝতে পারেন ওই ব্যক্তি৷ প্রাথমিকভাবে চিকিৎসকরা বিষয়টি বুঝতে পারেননি৷ পরে তাঁরা চমকে গিয়েছেন৷


গবেষণায় উঠে এসেছে, ক্যালিফোর্নিয়া নিবাসী ওই ব্যক্তি রোজ মাছ খেতেন৷ কাঁচা মাছে জন্ম নেওয়া কৃমি সেই কারণে তাঁর দেহে বাসা বেধেছিল৷ পরে সেটি ক্রমশ বাড়তে থাকে৷ একসময় পাঁচ ফুট লম্বা হয়ে যায়৷

টেপওয়ার্ম একধরণের কৃমি৷ যারা কাঁচা মাছ খান তাদের দেহে এই কৃমি জন্ম নেয়৷ পরে অসংখ্য কৃমি ছড়িয়ে পড়ে দেহে৷ পরে সেই কৃমির দল আক্রমণ করে লিভার, চোখ, ফুসফুস ও মস্তিষ্কে৷ দেহের এই প্রত্যঙ্গ তাদের অতি প্রিয় খাদ্য৷ কৃমির আক্রমণে একসময় অকেজো হয়ে পড়ে দেহ৷ তখন মৃত্যু আটকানো মুশকিল৷

সূত্র:

কোন মন্তব্য নেই