জানেন কেন এই শহরে ক্রমশ বাড়ছে কন্ডোমের চাহিদা? - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জানেন কেন এই শহরে ক্রমশ বাড়ছে কন্ডোমের চাহিদা?


ধোঁয়াশায় ঢাকা পড়েছে রাজধানী বেজিং৷ জারি করা হয়েছে লাল সতর্কতা৷ শুধু বেজিংয়েই নয়, চিনের বেশ কিছু শহরের একই হাল৷ মাত্রাছাড়া দূষণের জেরে ঘর থেকে বেরতে পারছে না মানুষ৷ বন্ধ স্কুল-কলেজ থেকে শুরু করে কারখানা, নির্মাণ কাজ৷ দীর্ঘদিনের বাসিন্দারাও মনে করতে পারছেন না, এরকম দূষণ পরিস্থিতি আগে কখনও দেখেছেন বলে৷
পরিস্থিতি এতটাই শোচনীয় যে বেজিংয়ের রাস্তায় ভর দুপুরেও গাড়ির নম্বর প্লেট দেখা যাচ্ছে না৷ এরইমধ্যে অদ্ভূত এক সমীকরণ খুঁজে পেয়েছেন চিনা ব্যবসায়ীরা৷ দূষণ যখন গ্রাস করেছে বেজিংকে, তখন হঠাৎ করেই প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে কন্ডোম এবং স্পোর্টসওয়্যারের চাহিদা৷
কারণটা বুঝতে পারছেন না অনেকেই৷ দূষণের সঙ্গে যৌনতার সম্পর্ক ঠিক কোথায়, বোঝার মতো কোনও সূত্র এখনও তারা পাননি৷ দূষণ বাড়ার সঙ্গে সঙ্গে অনলাইনে কন্ডোম এবং স্পোর্টসওয়্যার বিক্রি বেড়ে গেল কীভাবে, সেই রহস্যভেদে বেজায় সমস্যায় পড়েছেন বিশেষজ্ঞরা৷ বিক্রি বৃদ্ধি পাওয়ার কথা ছিল মুখোশের অথবা দূষণ থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় উপকরণের। সেখানে বিক্রি বাড়ল কন্ডোমের!

সূত্র:kolkata24x7

কোন মন্তব্য নেই