ভ্যালেন্টাইন্স ডে-তে প্রেমিককে কী উপহার দেবেন? জেনে নিন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভ্যালেন্টাইন্স ডে-তে প্রেমিককে কী উপহার দেবেন? জেনে নিন


লাভ ইজ ইন দ্য এয়ার। ভ্যালেন্টাইন্স ডে যত কাছে আসছে, তত বাতাসে প্রেম-প্রেম গন্ধ বাড়ছে। আর মাত্র কয়েকটা দিন পরই প্রেমের দিন। প্রেমিক-প্রেমিকা একে অপরের সঙ্গে এই বিশেষ দিনটা সেলিব্রেট করেন। উপহার দেন। কিন্তু প্রেমিককে কী উপহার দিলে, সে সবথেকে বেশি খুশি হবে? প্রেমিকারা জেনে নিন-
১) মনের ভাব প্রকাশ করার জন্য চিঠির থেকে ভালো মাধ্যম আর কিছু নেই। প্রেমের দিনে প্রেমিককে চিঠি লিখে মনের কথা জানিয়ে দিন।

২) প্রেমিকের সঙ্গে কাটানো সুখের কিছু মুহূর্তের ছবি নিশ্চয়ই আপনার কাছে আছে? তাহলে সেগুলোকে ভিডিও বানিয়ে প্রেমিককে উপহার দিন।
৩) কেনা জিনিসের থেকে নিজে হাতে তৈরি করা উপহার পেতে আমরা সকলেই একটু বেশিই ভালোবাসি। তাই এবারের ভ্যালেন্টাইন্স ডে-কে আরও একটি স্পেশাল করে তুলতে প্রেমিককে নিজের হাতে তৈরি কার্ড দিন।
৪) ভ্যালেন্টাইন্স ডে-কে সিম্পল এবং স্পেশাল করে তুলতে প্রেমিককে ডায়রি উপহার দিন। ইচ্ছে করলে সেই ডায়রিতে পছন্দের রোম্যান্টিক গানের কয়েক কলিও লিখে দিতে পারেন।

সূত্র

 

কোন মন্তব্য নেই