রুয়েট শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, বিক্ষোভ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রুয়েট শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, বিক্ষোভ



ছয় দফা দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। রোববার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করে। এসময় তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
তাদের অনান্য দাবিগুলো হল- চলমান পরিস্থিতির সুষ্ঠু তদন্ত ও সুষ্ঠু বিচার, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি বাস্তবায়ন, খুনীদের সর্বোচ্চ শাস্তির বাস্তবায়ন, বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বচ্ছতা এবং আন্দোলন পরবর্তী সকল শিক্ষার্থীর নিরাপত্তা প্রদান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০ টায় মানববন্ধনে অংশগ্রহণ করে সহ¯্রাধিক শিক্ষার্থী। মানববন্ধনের এক পর্যায়ে শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় ।

এসময় তারা ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘উই ওয়ান জাস্টিস’, ‘ধর্ষক তোর জাত কি’, ‘মা বোন কি নাই তোর?’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে ওঠো আরেক বার’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এদিকে ঢাকায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দুপুর ১২টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা আগামীকাল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
মানববন্ধনে বক্তরা বলেন, বাংলাদেশে প্রতিনিয়ত অহরহ সড়ক দুর্ঘটনা ঘটছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছে চালকরা। কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। চালকদের বিরুদ্ধে যখন শিক্ষার্থীরা রুখে দাঁড়িয়েছে তখন শিক্ষার্থীদের হামলার মাধ্যমে দমন করার চেষ্টা করছে সরকার। এটা আমাদের যৌক্তিক দাবি। এ দাবি শুধু শিক্ষার্থীদের নয়, এ দাবি সচেতন প্রতিটি নাগরিকের।
একই দাবিতে বেলা ১টায় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা ক্যাম্পাসে মৌন-মিছিল করে। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মৌন মিছিলে বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীও অংশগ্রহণ করে।

কোন মন্তব্য নেই