লিভারপুলের হারে হতাশ ক্লপ
নেইমার-এমবাপে-কাভানির মতো ফুটবলাদের নিয়ে গড়া দল প্যারিস সেন্ট জামের্ই (পিএসজি)। তাদের হারাতে অসাধারণই খেলতে হবে। আনফিল্ডে অসাধরণ খেলেই চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে নেইমারদের পরাজিত করেছিল লিভারপুল। তবে বুধবার নাপোলির মাঠে ১-০ গোলে হেরে বসেছে আসরের বতর্মান রানারআপরা।
সালাহ-মানেদের এমন পারফরম্যান্স বেশ হতাশ করেছে দলীয় কোচ ইয়ুগের্ন ক্লপকে।
পুরো ম্যাচে এক অ্যালিসন ছাড়া আর কারও পারফরম্যান্স ক্লপের চোখে লাগেনি। ম্যাচ পরবতীর্ সংবাদ-সম্মেলনে এই জামার্ন কোচ বলেছেন, ‘কেন লিভারপুল আজ এতটা বাজে খেলেছে- এই বিষয়ে আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারছিনা। আমাদের রক্ষণভাগের পারফরম্যান্স যথেষ্ট ছিলনা। আমরা খুব বেশি সুযোগও তৈরি করতে পারিনি। প্রথমাধের্র চেয়ে দ্বিতীয়াধর্ আরও খারাপ ছিল। কোনো দলের পক্ষে সেরা পারফরমার যখন গোলরক্ষক হন তখন সেটা মন্দ কিছুই ইঙ্গিত করে। আজ রাতে (বুধবার) তেমনটাই ছিল।’

কোন মন্তব্য নেই