বিএনপির সঙ্গে ঐক্য নয় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিএনপির সঙ্গে ঐক্য নয়




ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেননি বিকল্পধারা ও যুক্তফ্রন্টের প্রধান একিউএম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী)। তিনি শনিবার সংবাদ সম্মেলন করে বলেছেন, স্বাধীনতাবিরোধীদের সঙ্গ ত্যাগ না করলে বিএনপির সঙ্গে কোনো ধরনের বৈঠকে বসবে না যুক্তফ্রন্ট।


রাজধানীর বারিধারায় নিজ বাড়িতে শনিবার সন্ধ্যার পর বি. চৌধুরী এই সংবাদ সম্মেলন করেন।


সংবাদ সম্মেলনে সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী বলেন, বিকল্পধারা বিএনপিকে শতর্ দিয়েছিল, জামায়াতের সঙ্গ ত্যাগ করলে তারা জাতীয় ঐক্যে যোগ দেবে। কিন্তু বিএনপি সেই শতর্ মানেনি। সে কারণেই তারা জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেননি।





সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, তারা যুক্ত হওয়ার পরও জাতীয় ঐক্য প্রক্রিয়ার বিভিন্ন কমর্সূচি এবং বক্তব্যের বিষয়ে লুকোচুরি করা হচ্ছিল।


বিকল্পধারার মহাসচিব মাহি বি. চৌধুরী বলেন, ‘জাতীয় ঐক্যের লক্ষ্য যদি হয় বিএনপিকে একক সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ক্ষমতায় বসানো, তাহলে তাদের সঙ্গে আলোচনায় আমরা নেই।’


সংবাদ সম্মেলনে বিকল্পধারার মহাসচিব মেজর মান্নানসহ বিকল্পধারা ও যুক্তফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় প্রেসক্লাবে সন্ধ্যা ৬টার পর সংবাদ সম্মেলন করে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের যাত্রা শুরুর ঘোষণা দেয়া হয়।



ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও খন্দকার মোশাররফ হোসেন, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না প্রমুখ ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।


সূচনা বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, এই ঐক্য কোনো দলের স্বাথের্ নয়। জাতীয় স্বাথের্ এ ঐক্য করা হয়েছে।



সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে ৭ দফা দাবি ও ১১টি লক্ষ্য ঘোষণা করেন নাগরিক ঐক্যের আহŸায়ক মাহমুদুর রহমান মান্না।

কোন মন্তব্য নেই