নাটোরে অ্যাম্বুলেন্স-ট্রাক-অটোরিক্সা সংর্ঘষ, নিহত ১
নাটোরের বড়াইগ্রামে অ্যাম্বুলেন্স-ট্রাক-সিএনজি চালিত অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।
আজ শুক্রবার ভোর সাড়ে ৬ টার দিকে বনপাড়া-নাটোর মহাসড়কে উপজেলার জোয়াড়ি কারবালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আইয়ুব আলী (৩৫)। আহতরা হলেন— অটোরিক্সা চালক নুর আলম (২৮), মোজাম্মল আলী (২৭), সিরাজুল ইসলাম (৩৫), নজরুল ইসলাম (৩০) ও আহম্মদেপুর গ্রামের সুমন হোসনে (২৫) এবং অ্যাম্বুলেন্স চালক শ্যামল চন্দ্র দাস (২৮)।
আহত দুজনকে বনপাড়া আমেনা হাসপাতাল ও বাকী চারজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষাদর্শীরা জানান, বনপাড়া থেকে নাটোরগামী ট্রাকের চালক তন্দ্রাচ্ছন্ন ঝিঁমুনিতে থাকায় হঠাৎ ডানদিকে চলে গেলে বিপরীত দিক থেকে আসা এ্যাম্বুলেন্স ও এর পিছনে থাকা সিএনজি অটোরিক্সার সংঘর্ষ ঘটে।
এ ঘটনায় ঝলমলিয়া হাইওয়ে থানার ইনর্চাজ উপ-পরিদশর্ক (এসআই) মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও নাটোর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন।

কোন মন্তব্য নেই