চ্যাম্পিয়ন্স লিগে অ্যাওয়ে ম্যাচে যা বার্সার সবচেয়ে দ্রুততম গোল
ম্যাচের আগে টটেনহাম কোচ মাউরিসিও পচেত্তিনো তার শিষ্যদের বলেছিলেন, ‘মেসির বিপক্ষে খেলাটা উপভোগ কর। তাকে কীভাবে থামাতে হবে সে উপায় আসলে জানা নেই আমার।’ কোচই যখন নিরুপায় তখন শিষ্যদের আর কিইবা করার থাকে! মেসি জোড়া গোল করলেন, বাসেের্লানার ৪-২ ব্যবধানের জয়ে অপর দুই গোলেও অবদান রাখলেন নেপথ্যে থেকে। তবে চ্যাম্পিয়ন্স লিগে রাতটা শুধুই মেসির একার ছিল না। দারুণ পারফরম্যান্স দেখিয়ে সেখানে ভাগ বসিয়েছেন নেইমার আর আতোয়ান গ্রিজম্যানও।
ক্লাব ব্রুজের বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদের ৩-১ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছেন গ্রিজম্যান। ফরাসি ক্লাব পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার তো হ্যাটট্রিকই করে ফেলেছেন। তার নৈপুণ্যেই রেডস্টার বেলগ্রেডকে ৬-১ গোলে বিধ্বস্ত করে জয়ের ধারায় ফিরেছে পিএসজি।
তবে তারকাদের রাতে অনুজ্জ্বল ছিলেন মোহাম্মদ সালাহ। তার দল লিভারপুলও ১-০ ব্যবধানে হেরে গেছে নাপোলির কাছে। ‘বি’ গ্রুপের ম্যাচে পিএসভির বিপক্ষে শুরুতে গোল হজম করেও ২-১ ব্যবধানে জিতেছে ইন্টার মিলান। ‘এ’ গ্রুপে নিজেদের ডেরায় মোনাকোকে ৩-০ গোলে উড়িয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বরুসিয়া ডটর্মুন্ড। ‘ডি’ গ্রুপে গ্যালাতাসারেকে ১-০ গোলে হারিয়েছে পোতোর্। অপর ম্যাচে লোকোমোটিভ মস্কোর বিপক্ষে একই ব্যবধানে জিতেছে শালকে।
পিএসভি আইন্দোফেনের বিপক্ষে আগের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মেসি। তবে ওয়েম্বলিতে মৌসুমের সেরা রাতটা পার করলেন বাঁ পায়ের জাদুকর। বাসার্র প্রতিটি গোলেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তার অবদান। মাত্র ৯২ সেকেন্ডের মাথায় ফিলিপে কুতিনহোর গোলে লিড পায় অতিথিরা। চ্যাম্পিয়ন্স লিগে অ্যাওয়ে ম্যাচে যা বাসার্র সবচেয়ে দ্রুততম গোল।
মাঝমাঠ থেকে বাঁ প্রান্তে জদির্ আলবাকে দারুণ এক পাস দেন মেসি। বল নিয়ে ডি-বক্সে ঢুকে যান আলবা। তাকে ঠেকাতে এগিয়ে এসেছিলেন গোলরক্ষক হুগো লরিস। বিধিবাম! নিজে শট না নিয়ে আলবা বল বাড়ান কুতিনহোকে। ব্রাজিলিয়ান তারকা নিমেষেই বল জড়িয়ে দেন জালে।
২৮ মিনিটে প্রায় ২২ গজ দূর থেকে নেয়া আচমকা শটে ব্যবধান দ্বিগুণ করেন ইভান রাকিতিচ। তবে বিরতির পর ঘুরে দাঁড়ানোর আভাস দেয় টটেনহাম। ৫২ মিনিটে ব্যবধান কমান হ্যারি কেন।
কিন্তু এর মিনিট চারেক বাদেই বাসার্ লিড বাড়ায় মেসির গোলে। ৬৬ মিনিটে এরিক লামেলার গোলে স্কোরলাইন হয় ৩-২। ম্যাচে তখন টানটান উত্তেজনা। পচেত্তিনোর উপভোগের মন্ত্রে টটেনহাম তখন উজ্জীবিত। শেষতক অবশ্য ম্যাচে ফেরা হয়নি তাদের। উল্টো নিধাির্রত সময়ের শেষ মিনিটে ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে আরও একবার টটেনহামের জালে বল পাঠান মেসি
(৪-২)।
পাকর্ ডি প্রিন্সেসে রেডস্টার বেলগ্রেডকে দঁাড়ানোর সুযোগই দেয়নি পিএসজি। প্রথমাধের্ই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। জোড়া গোল করেন নেইমার। একবার করে জালে বল জড়ান অ্যাঞ্জেল ডি মারিয়া আর এডিনসন কাভানি। এরপর দ্বিতীয়াধের্ হ্যাটট্রিক পূণর্ করেন নেইমার। আক্রমণভাগের আরেক তারকা কিলিয়ান এমবাপেও নাম লিখিয়েছেন গোলের খাতায়। লিভারপুল-নাপোলির মধ্যকার ‘সি’ গ্রুপের অপর ম্যাচটি শেষ হয় নাটকীয়ভাবে। ড্র হতে যাওয়া ম্যাচটিতে ৯০ মিনিটের ব্যবধানে গড়ে দেন নাপোলির লরেঞ্জো ইনসিনিয়ে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এখন ডেথ গ্রুপের শীষের্ তারা। সমান তিন পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে পিএসজি আর বতর্মান রানাসর্আপ লিভারপুল।

কোন মন্তব্য নেই