মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মনসুরের বিরুদ্ধে মুদ্রাপাচারসহ
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মনসুরের বিরুদ্ধে মুদ্রাপাচারসহ বিভিন্ন অপরাধের ১৭টি অভিযোগ আনা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় তহবিল থেকে বিলিয়ন বিলিয়ন ডলার লোপাট করা নিয়ে দুনীির্তবিরোধী সংস্থাগুলোর তদন্তের মধ্যেই রোসমাহর বিরুদ্ধে তদন্ত কমর্কতার্রা আনুষ্ঠানিক এ অভিযোগ আনেন। বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার শুনানির পর আদালত থেকে বের হয়ে আসছেন রোসমাহ মনসুর রয়টাসর্ অনলাইন

কোন মন্তব্য নেই