রিয়াদকে খুশি করতে গিয়ে ইরান বিরোধী বক্তব্য দিল আরব লীগ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রিয়াদকে খুশি করতে গিয়ে ইরান বিরোধী বক্তব্য দিল আরব লীগ

আরব লীগের মহাসচিব আহমাদ আবুলগেইত

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে খুশি করার উদ্দেশ্যে আরব লীগের মহাসচিব আহমাদ আবুলগেইত অভিযোগ করেছেন, সিরিয়া, ইয়েমেন ও লিবিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ইরান।



তিনি রোববার মিশরের শারমুশ শেইখে ইউরোপ-আরব সম্মেলনের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। একইসঙ্গে তিনি সিরিয়া, ইয়েমেন ও লিবিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য তুরস্ককেও অভিযুক্ত করেনব লীগের মহাসচিব দাবি করেন, ওই তিন আরব দেশের ব্যাপারে ইউরোপের উদ্বেগের সঙ্গে সহমর্মিতা ঘোষণা করছে আরব লীগ।

রিয়াদ ও আবুধাবিকে খুশি করার উদ্দেশ্যে এর আগেও আরব লীগের মহাসচিব ইরানকে আরব বিশ্বের নিরাপত্তা জন্য প্রধান হুমকি হিসেবে তুলে ধরেছেন।

এমন সময় আবুলগেইত ইরানের বিরুদ্ধে এ অভিযোগ তুললেন যখন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত গত চার বছর ধরে ইয়েমেনে ভয়াবহ আগ্রাসন চালিয়ে অন্তত ১০ হাজার মানুষ হত্যা করেছে। সিরিয়ায়ও উগ্র সন্ত্রাসীদের লেলিয়ে দেয়ার পেছনে এই দুই দেশ প্রধান ভূমিকা পালন করেছে।-পার্সটুডে


কোন মন্তব্য নেই