অস্ত্র বিক্রি করে পশ্চিম এশিয়াকে বারুদাগারে পরিণত করা হয়েছে জারিফ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অস্ত্র বিক্রি করে পশ্চিম এশিয়াকে বারুদাগারে পরিণত করা হয়েছে জারিফ



ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, আরব দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করে পশ্চিম এশিয়াকে বারুদাগারে পরিণত করেছে আমেরিকা। পাশাপাশি তিনি বলেন, অস্ত্র সরবরাহ করে পশ্চিম এশিয়ার নিরাপত্তা জোরদার করা যায় নি।

তেহরান বিশ্ববিদ্যালয়ে পররাষ্ট্র নীতি সম্পর্কে দেয়া বক্তৃতায় এ সব কথা বলেন জারিফ। তিনি জানান, কেবলমাত্র গত বছরেই পাশ্চাত্যের দেশগুলো পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে। এ সব অস্ত্র কি অঞ্চলটির নিরাপত্তা নিশ্চিত করেছে সে প্রশ্নও তোলেন তিনি। 

বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ গঠিত হয়েছে।



এদিকে এর আগে প্রকাশিত আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক প্রতিবেদন মিউনিক নিরাপত্তা প্রতিবেদনে ২০১৯য়ে বলা হয়েছে, আগের পাঁচ বছরের তুলনায় ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে পশ্চিম এশিয়ায় অস্ত্র বিক্রির পরিমাণ দ্বিগুণ বেড়েছে। এতে গোটা অঞ্চলে সংঘাতের আশংকা বেড়েছে বলে আশংকা প্রকাশ করা হয়।-পার্সটুডে

কোন মন্তব্য নেই