উত্তর প্রদেশে বিস্ফোরণে নিহতদের পরিবারের ৯ জনকে চাকরি দেবে পশ্চিমবঙ্গ সরকার
নিহতদের পরিবারের লোকজনদের সঙ্গে দেখা করেন ফিরহাদ হাকিম
ভারতের বিজেপিশাসিত উত্তরপ্রদেশের ভাদোহিতে কার্পেট কারখানায় ভয়াবহ বিস্ফোরণে পশ্চিমবঙ্গের যে নয় শ্রমিক নিহত হয়েছেন তাদের প্রত্যেক পরিবার থেকে একজন করে অঙ্গনওয়ারি চাকরি দেবে পশ্চিমবঙ্গ সরকার।
আজ (রোববার) মালদহের এনায়েতপুরে নিহতদের পরিবারের লোকজনদের সঙ্গে দেখা করে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ওই ঘোষণা দেন। রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দু’লাখ টাকা করে দেয়া হয়েছে।
বিস্ফোরণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে মন্ত্রী ফিরহাদ হাকিম আজ বলেন, ‘উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ আমাদের রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে কথা বলছেন! যেখানে শিশু অক্সিজেনের অভাবে মারা যায়, যেখানে শ্রমিকের নিরাপত্তা নেই, তাদেরকে উড়িয়ে দেয় সেখানে যোগি কোন মুখে এখানে এসে আমাদেরকে জ্ঞান দিতে আসেন?’
গতকাল (শনিবার) দুপুরে আচমকা উত্তরপ্রদেশের ভাদোহির রোহতা বাজারের কার্পেট কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপের মধ্যে চাঁপা পড়ে ১১ জন শ্রমিক নিহত হন। এদের মধ্যে আতাউর মোমিন, আবদুল গফফার, সুবহান আনসারি, ইস্রাফিল মোমিন, আব্দুল কালাম মোমিন, আলমগীর মোমিন, আজাদ মোমিন, আব্দুল কাদির এবং মুহাম্মদ মুসাহার নামের মোট ন’জন মালদহের এনায়েতপুরের বাসিন্দা। মর্মান্তিক ওই দুর্ঘটনার খবর মালদহের গ্রামে এসে পৌঁছলে সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।-পার্সটুডে
কোন মন্তব্য নেই