উত্তরায় দুই গৃহকর্মীর লাশ উদ্ধার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

উত্তরায় দুই গৃহকর্মীর লাশ উদ্ধার

রাজধানীর উত্তরায় দুই গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার জসিমউদ্দিন রোডের একটি বাসা থেকে ওই দুজনের লাশ উদ্ধার করা হয়।



আজ ভোরের দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। নিহতরা হলেন গৃহকর্মী হালিমা (১৪) ও রুবি (১৭)।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, উত্তরা পশ্চিম থানা এলাকার জসিম উদ্দিন রোডের ৪০ নম্বর বাসায় ষষ্ঠ তলায় গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ মাজেদের বাসায় গৃহকর্মী ছিল ওই দুজন। ওই বাসার সিসি ক্যামেরায় দেখা যায় গত রাত সাড়ে ৩টার দিকে ওই দুই কিশোরী বাসা থেকে বের হয়ে ছাদের দিকে যায়। পরে ভোরের দিকে এলাকার সিকিউরিটি গার্ডরা ওই বাসার পাশের একটি একতলা বাসার ছাদে তাদের পড়ে থাকতে দেখে। সেখান থেকে সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি তপন চন্দ্র আরো জানান, তাদের শরীরে কয়েক জায়গায় আঘাতের চিহ্ন আছে। মৃত্যুর কারণসহ বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।

কোন মন্তব্য নেই