ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞার বিরোধিতা করল কাতার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেল বিক্রির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে কাতার সরকার। দোহা এক বিবৃতিতে বলেছে, ইরানের বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞা গ্রহণযোগ্য নয়। এই নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল ক্রেতারা ক্ষতিগ্রস্ত হবে।
এর আগে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেইখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, আমরা মনে করি নিষেধাজ্ঞা দিয়ে ইতিবাচক কোনো ফল বেরিয়ে আসবে না। কেবল আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে। গত ডিসেম্বরে কাতার তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে।
গত বছর ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা জারি করলে প্রাথমিকভাবে আট দেশকে ছয় মাসের জন্য দেশটি থেকে তেল কেনায় ছাড় দিয়েছিল আমেরিকা।
কিন্তু সম্প্রতি হোয়াইট হাউস বলেছে, এ সংক্রান্ত ছাড়ের মেয়াদ আর বাড়ানো হবে না। অবশ্য ইরান বলেছে, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটির তেল রপ্তানি অব্যাহত থাকবে।-পার্সটুডে
এর আগে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেইখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, আমরা মনে করি নিষেধাজ্ঞা দিয়ে ইতিবাচক কোনো ফল বেরিয়ে আসবে না। কেবল আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে। গত ডিসেম্বরে কাতার তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে।
গত বছর ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা জারি করলে প্রাথমিকভাবে আট দেশকে ছয় মাসের জন্য দেশটি থেকে তেল কেনায় ছাড় দিয়েছিল আমেরিকা।
কিন্তু সম্প্রতি হোয়াইট হাউস বলেছে, এ সংক্রান্ত ছাড়ের মেয়াদ আর বাড়ানো হবে না। অবশ্য ইরান বলেছে, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটির তেল রপ্তানি অব্যাহত থাকবে।-পার্সটুডে
কোন মন্তব্য নেই