বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ
বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচ। প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের সাড়ে তিন ঘণ্টা পর পর্যন্ত টস করা যায়নি। যতক্ষণে আসলে একটি ইনিংস শেষের পথে থাকার কথা। তখনই মনে হচ্ছিল ম্যাচটা পরিত্যক্ত হবে। শেষতক হলোও তাই। গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে ম্যাচ অফিসিয়ালরা টাইগার ও আইরিশদের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণার পর দু’দলকে পয়েন্ট ভাগাভাগি করে দেন। তাতে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেল বাংলাদেশ। সমান ম্যাচ খেলে ৪ পয়েন্টের সুবাদে দ্বিতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজ।
আর ২ পয়েন্ট নিয়ে সবার নিচে স্বাগতিক আয়ারল্যান্ড। এই সিরিজে ম্যাচ জয়ী দলের জন্য ৪ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে।
বুধবার রাত থেকেই আয়ারল্যান্ডে ভারি বৃষ্টি হয়েছে। সকালের দিকে বর্ষণ কিছুটা কমে আসে। কিন্তু পুনরায় বৃষ্টি শুরু হওয়ায় পিচের উপর থেকে প্রোটেকশন কভার সরানো সম্ভব হয়নি। সিরিজের তৃতীয় আর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায়। শুরুতে তার এক ঘণ্টা পর আম্পায়ারদের মাঠ পরিদর্শনের কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে আউটফিল্ডেই যেতে পারেননি তারা। বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় ক্রিকেট আয়ারল্যান্ড তাদের অফিসিয়াল টুইটারে ম্যাচের আপডেট জানিয়েছিল, তখনো বৃষ্টি হচ্ছে ডাবলিনে। ঘণ্টাখানেক পর আইরিশ সাংবাদিক পিটার বয়েড দেন অরো হতাশাজনক খবর। নিজের টুইটারে বৃষ্টিভেজা মাঠের ছবি পোস্ট ক্যাপশনে লেখেন, ‘অবস্থার কোনো উন্নতি নেই। ম্যাচ পরিত্যক্ত হওয়াটা এখন সময়ের অপেক্ষা।’
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলা হচ্ছে এই ত্রিদেশীয় সিরিজ। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি ক্যারিবীয়রা। ম্যাচটিতে ৮ উইকেটে টাইগারদের কাছে হার মানে জেসন হোল্ডারের দল। ওই ম্যাচে বাংলাদেশের পক্ষে তামিম ইকবাল, সৌম্য সরকার ও সাকিব আল হাসান ফিফটি হাঁকান। আগামী শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। আবহাওয়া স্বাভাবিক থাকলে ম্যাচটি শুরু হবে পূর্ব নির্ধারিত সময় বিকাল পৌনে ৪টায়। সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা ও গাজী টিভি।
আর ২ পয়েন্ট নিয়ে সবার নিচে স্বাগতিক আয়ারল্যান্ড। এই সিরিজে ম্যাচ জয়ী দলের জন্য ৪ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে।
বুধবার রাত থেকেই আয়ারল্যান্ডে ভারি বৃষ্টি হয়েছে। সকালের দিকে বর্ষণ কিছুটা কমে আসে। কিন্তু পুনরায় বৃষ্টি শুরু হওয়ায় পিচের উপর থেকে প্রোটেকশন কভার সরানো সম্ভব হয়নি। সিরিজের তৃতীয় আর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায়। শুরুতে তার এক ঘণ্টা পর আম্পায়ারদের মাঠ পরিদর্শনের কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে আউটফিল্ডেই যেতে পারেননি তারা। বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় ক্রিকেট আয়ারল্যান্ড তাদের অফিসিয়াল টুইটারে ম্যাচের আপডেট জানিয়েছিল, তখনো বৃষ্টি হচ্ছে ডাবলিনে। ঘণ্টাখানেক পর আইরিশ সাংবাদিক পিটার বয়েড দেন অরো হতাশাজনক খবর। নিজের টুইটারে বৃষ্টিভেজা মাঠের ছবি পোস্ট ক্যাপশনে লেখেন, ‘অবস্থার কোনো উন্নতি নেই। ম্যাচ পরিত্যক্ত হওয়াটা এখন সময়ের অপেক্ষা।’
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলা হচ্ছে এই ত্রিদেশীয় সিরিজ। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি ক্যারিবীয়রা। ম্যাচটিতে ৮ উইকেটে টাইগারদের কাছে হার মানে জেসন হোল্ডারের দল। ওই ম্যাচে বাংলাদেশের পক্ষে তামিম ইকবাল, সৌম্য সরকার ও সাকিব আল হাসান ফিফটি হাঁকান। আগামী শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। আবহাওয়া স্বাভাবিক থাকলে ম্যাচটি শুরু হবে পূর্ব নির্ধারিত সময় বিকাল পৌনে ৪টায়। সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা ও গাজী টিভি।
কোন মন্তব্য নেই