হাসপাতালে তোফায়েল আহমেদ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হাসপাতালে তোফায়েল আহমেদ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। বুকে ব্যথা অনুভব করায় বৃহস্পতিবার তোফায়েলকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থা এখন উন্নতির দিকে।

শনিবার স্কয়ার হাসপাতালের কার্ডিওলোজি বিভাগের চিফ কনসালট্যান্ট ডা. মো. তৌহিদুজ্জামান জানান, তোফায়েল আহমেদের রক্তে সংক্রমণ ধরা পড়েছে। তার চিকিৎসা চলছে। তার অবস্থা উন্নতির দিকে। তার সম্পূর্ণ জ্ঞান আছে, কথা বলতে পারছেন।



ভোলায় জন্ম নেওয়া তোফায়েল আহমেদ ১৯৬৬-৬৭ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের (বর্তমানে সার্জেন্ট জহুরুল হক হল) নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) ছিলেন। ১৯৬৮-৬৯-এ গণজাগরণ ও ছাত্র আন্দোলন চলাকালীন তিনি ডাকসুর ভিপি হিসেবে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ১৯৭০ খ্রিস্টাব্দে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় পরিষদের নির্বাচনে অংশ নিয়ে জয় লাভ করেন। ১৯৭১ খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধে তিনি মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত চার প্রধানের একজন ছিলেন।

কোন মন্তব্য নেই