কান্তজিউ মন্দির পরিদর্শনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার
দিনাজপুরের কান্তজিউ মন্দির পরিদর্শন করলেন সস্ত্রীক বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
মঙ্গলবার (২৫ জুন) বিকেল সাড়ে চারটায় তিনি কান্তজিউ মন্দির পরিদর্শন করেন। এসময় সেখানে তাকে স্বাগত জানিয়ে দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম ও পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম কান্তজিউ মন্দির ঘুরে দেখান। পরে আর্ল রবার্ট মিলার কান্তজিউ মন্দিরে সংরক্ষিত পরিদর্শন বইয়েও সই করেন।
এ সময় তিনি স্থাপত্য শিল্পের উজ্জ্বল নিদর্শন টেরাকাটা অলঙ্কারের বৈচিত্রে এবং ইন্দো-পারস্য স্থাপনা কৌশল অবলম্বনে নির্মিত মন্দিরটি দেখে অভিভূত হন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, আজ আমার জন্মদিন। আর দিনটি এই মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে পালন করলাম।
এ সময় তিনি বলেন, ঝড় বৃষ্টিসহ অনেক দুর্যোগের মন্দিরটি দাঁড়িয়ে আছে। যা আমাকে অভিভূত করেছে। এ সময় তার স্ত্রী মিখেল অ্যাডেলম্যান উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই