এক মাসেই চাকরি হারালো ২ কোটিরও বেশি মার্কিনি
করোনাভাইরাস থেকে সৃষ্ট কভিড-১৯ মহামারীতে ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় প্রতিনিয়ত চাকরি হারাচ্ছে মানুষ। করোনাভাইরাসের এ সঙ্কট মানুষকে বেকারত্বের দিকে ঠেলে দিচ্ছে। কেবল যুক্তরাষ্ট্রেই গত চার সপ্তাহে দুই কোটি ২০ লাখ মানুষ চাকরি হারিয়েছেন।
মার্কিন শ্রম দফতরের তথ্য মতে, গত ১৪ মার্চ থেকে দেশটির প্রায় দুই কোটি ২০ লাখ মানুষ প্রাথমিক বেকারত্বের দাবি করেছেন, যা শ্রমশক্তির ১৩ দশমিক ৫ শতাংশ। ১৯৬৭ সালে ডেটা ট্র্যাকিংয়ের পর থেকে এটাই সবচেয়ে বেশি ও দ্রুত চাকরি হারানোর ঘটনা। এর আগে ২০০০ সাল পরবর্তী মহামন্দায় ৮৬ লাখ আমেরিকান চাকরি হারিয়েছিল। তবে সেটাতেও দুই বছর সময় লেগেছিল।
বর্তমানে করোনাভাইরাসের বিস্তার রোধে দেশটির সমস্ত রাজ্যে লকডাউন চলছে। এজন্য হঠাৎ করেই এমন ছাঁটাই শুরু হয়েছে। দেশটির সরকারি বেকারত্বের হার ফেব্রুয়ারিতে ঐতিহাসিক ৩ দশমিক ৫ শতাংশে নেমে যাওয়ার পর মার্চ মাসে সেটা ৪ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। চলতি মাসে সেটা ডাবল ডিজিটে গিয়ে ঠেকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
যদিও অনেক অর্থনীতিবিদ বিশ্বাস করেন যে বেকারত্ব বৃদ্ধির এ হার অস্থায়ী হবে এবং করোনাভাইরাস সঙ্কট শেষ হলে অনেক কর্মী তাদের চাকরি ফিরে পাবেন। তবুও শেষ পর্যন্ত সবকিছুই অনিশ্চিত এবং অর্থনৈতিক পুনরুদ্ধার ভাইরাসটির স্থায়ীত্বের ওপর নির্ভর করবে।
সূত্র : সিএনএন

কোন মন্তব্য নেই