ঝিনাইদহে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে। ‘সব শিশুকে সঙ্গে নিয়ে বদলে দেব এ পৃথিবী’ এ শ্লোগানকে সামনে রেখে রোববার সকালে শিশু একাডেমী মিলনায়তনে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ)’র এর পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় এনসিটিএফ’র সভাপতি তাসনিম ফারহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: জাহিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সিও সংস্থার সহকারী প্রশাসনিক কর্মকর্তা মাফিদুন্নেছা শিলা, এনসিটিএফ’র সাবেক সভাপতি সোয়াদ আহম্মদ, সাধারণ সম্পাদক রেদওয়ান আহম্মেদ রাতুল, সাবেক সাধারণ সম্পাদক আজমীর হোসেন।
এ অনুষ্ঠানে আলোচনা সভা শেষে শহরের বিভিন্ন এলাকার অর্ধ শতাধিক শিশুদের হাতে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।
কোন মন্তব্য নেই