ভয়াবহ জোরাল ভূমিকম্প, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে সুনামি
বৃহস্পতিবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ভূমিকম্পের জেরে সৃষ্টি হল সুনামির। ভূমিকম্পের পর থেকেই সুনামির আশঙ্কায় কাঁপছিল ছোট ছোট দ্বীপ এলাকাগুলি। তবে জানা গিয়েছে সুনামি হলেও, দ্বীপগুলির ওপর তেমন কোনও প্রভাব পড়েনি বা বড় মাত্রায় তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।
ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ছিল ৭.৭। নিউ ক্যালেডোনিয়ার পূর্ব দিকে ভাও থেকে ৪১৫ কিমি দূরে ও সমুদ্রপৃষ্ঠের ১০ কিমি গভীরে ছিল এই কম্পনের উৎসস্থল। ইউএস জিওলজিক্যাল সার্ভে ভূমিকম্পের পরেই এই সুনামির সতর্কতা জারি করেছিল। জানানো হয়েছিল ভূমিকম্পের পাঁচ ঘন্টার মধ্যেই সুনামি আছড়ে পড়তে পারে। ফিজি, নিউজিল্যান্ড ও ভানুয়াতুতে প্রায় ০.৩ মিটার থেকে এক মিটার উঁচু ঢেউ উঠতে পারে।
ফিজিতে ০.৩ মিটার উঁচু ঢেউ উঠেছে বলে জানা গিয়েছে। অস্ট্রেলিয়ান ব্যুরো অফ মেটারোলজি ট্যুইট করে জানিয়েছে সুনামি তৈরি হওয়া শুরু হয়েছে। নিউজিল্যান্ডের উত্তরে অকল্যান্ডের পূর্ব প্রান্তে দ্য গ্রেট ব্যারিয়ার আইল্যান্ড এবং নিউজিল্যান্ডের পূর্ব উপকূলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছিল।
উল্লেখ্য, এর আগে বুধবারই রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। তবে সেখানে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও সেভাবে জানা যায়নি। কম্পনের গভীরতা অল্প থাকায় ক্ষতি হয়নি। সুমাত্রা দ্বীপের বেঙ্কুলু শহর থেকে ২১৭ কিমি দক্ষিণ পশ্চিমে এই কম্পন অনুভূত হয়।
তবে চলতি সপ্তাহেই ফিলিপাইন্সে আঘাত হানে এক মারাত্মক ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৩। যার ফলে প্রায় সঙ্গে সঙ্গেই ভয়াবহ ক্ষতির আশঙ্কা প্রকাশ করে সে দেশ। জার্মানি রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্স প্রাথমিক ভাবে জানিয়েছিল, ৬ থেকে ১০ কিমি মাটির গভীরে এই কম্পন আঘাত হানে। তবে ফিলিপাইন ইনস্টিফাইল ছবি অ্যান্ড সিজমোলজি জানায় মাটির ১৫ কিমি গভীরে আঘাত হানে এই কম্পন।

কোন মন্তব্য নেই