পূবালী ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
উচ্চ আদালত সম্প্রতি পূবালী ব্যাংক লিমিটেডকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গাইডলাইন অনুসারে ৩৭তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) এজেন্ডা-৫ অর্থাৎ পরিচালকদের নির্বাচন পুনরায় করার আদেশ দেন। ওই রায়ের পরিপ্রেক্ষিতে পূবালী ব্যাংকের ৩৭তম এজিএম গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ের মিলনায়তনে সশরীরে উপস্থিতি ও ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত এজিএমে উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন

কোন মন্তব্য নেই