সৌদিতে অভিজাত হোটেল ব্যবসা শুরু করছে টাটা গ্রুপ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সৌদিতে অভিজাত হোটেল ব্যবসা শুরু করছে টাটা গ্রুপ

 

গাড়ি, ঘড়িসহ বিভিন্ন পণ্যের পর সৌদি আরবে এবার অভিজাত হোটেল ব্যবসা শুরু করতে যাচ্ছে ভারতের বহুজাতিক কোম্পানি টাটা গ্রুপ। কোম্পানিটি তাদের প্রসিদ্ধ ব্র্যান্ড তাজ হোটেলের মাধ্যমে ভারতীয় আতিথেয়তার সঙ্গে বিশ্বমানের পরিষেবার সংমিশ্রণ ঘটানোর প্রস্তাবনা নিয়ে হাজির হয়েছে। এরই মধ্যে সংযুক্ত আবর আমিরাতের দুবাইয়ে তাজ হোটেলের দুটি শাখা চালুর পর আরো দুটির কার্যক্রম শুরু করতে যাচ্ছে তারা। সূত্র আরব নিউজ।


টাটার উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য অঞ্চলের আবাসিক পরিচালক সুনীল সিনহা জানান, এরই মধ্যে চারটি হোটেলের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সৌদি আরবে আমরা এখন আমাদের পঞ্চম হোটেলের কার্যক্রম শুরুর পথে রয়েছি এবং ভবিষ্যতে আরো কয়েকটি শাখা খোলার কথা ভাবছি।


মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশ নিয়ে গঠিত মেনা অঞ্চলে ৫০ বছরের বেশি সময় ধরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে ভারতীয় এ কোম্পানি। এ অঞ্চলের ২৪টি প্রতিষ্ঠানে কর্মরত ১০০ হাজারের বেশি শ্রমিক। এ অঞ্চল থেকে তাদের আয়ের পরিমাণ কমপক্ষে ৩ বিলিয়ন ডলার। টাটা কনসালট্যান্সি সার্ভিসেস এবং টাটা কমিউনিকেশন লিমিটেডের মাধ্যমে তারা এ অঞ্চলে তথ্যপ্রযুক্তি ও টেলিকম ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। টাটা মোটরের পাশাপাশি রয়েছে ঘড়ি ও চায়ের ব্যবসাও।



মেনা অঞ্চলের ব্যবসায়িক কার্যক্রম বিস্তার প্রসঙ্গে সুনীল সিনহা মধ্যপ্রাচ্যে তাদের কোম্পানির বেশির ভাগ বড় ব্যবসায়িক কার্যক্রমের উপস্থিতি রয়েছে বলে জানান। আরো বলেন, এখানে ব্যবসার অপার সম্ভাবনা উপস্থিত। বিশেষ করে প্রযুক্তি ও টেলিকম, আতিথেয়তা, অবকাঠামো, মহাকাশ ও প্রতিরক্ষা খাতে উদয়ীমান সম্ভাবনা বিদ্যমান। বর্তমানে সৌদি আরবের রাস্তায় টাটা কোম্পানির ১০ হাজারের বেশি গাড়ি চলাচল করে। এর মধ্যে অন্যতম স্কুল ও অফিসগামী বাস।

কোন মন্তব্য নেই