দীর্ঘমেয়াদে সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং ‘এএ’
পুঁজিবাজারে তালিকাভুক্ত সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদে ‘এএ’। স্বল্পমেয়াদে টেক্সটাইল কোম্পানিটির রেটিং ‘এসটি-২’, যা স্থিতিশীল অবস্থাকে নির্দেশ করে। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও আনুষঙ্গিক তথ্যের ভিত্তিতে এই রেটিং করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সায়হাম টেক্সটাইলের চলতি ২০২০-২১ হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার ৬১ টাকা, যা আগের বছর একই সময় ছিল ১ কোটি ১৮ লাখ ৫৬ হাজার ৪৮৪ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১ কোটি ৭৩ লাখ ৯ হাজার ৫৭৭ টাকা বা ১৪৬ শতাংশ।
অন্যদিকে নয় মাসে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫ কোটি ৮৩ লাখ ৪১ হাজার ৩৯২ টাকা, যা আগের বছর একই সময় ছিল ৬ কোটি ৩২ লাখ ৬৪ হাজার ৪১৫ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা কমেছে ৪৯ লাখ ২৩ হাজার ২৩ টাকা বা ৭ দশমিক ৭৮ শতাংশ। নয় মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৪ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৭০ পয়সা। ৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪২ টাকা ৪০ পয়সা।
সায়হাম টেক্সটাইলের অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৯০ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২১২ কোটি ৬০ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ২১ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়।
কোন মন্তব্য নেই