বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ গুজব! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ গুজব!

 

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করছেন-এমন গুজব বাজারে ছড়িয়েছে। যে কারণে গেল কয়েক কার্যদিবসে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব বিস্তার করছে।




আজ ১৯ অক্টোবর পুঁজিবাজারের বিভিন্ন সিকিউরিটিজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে চলমান বাজার পরিস্থিতি নিয়ে কথা বলে জানা যায়, একটি মহল বাজারে গুজব ছড়িয়েছে যে নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান তার পদ থেকে পদত্যাগ করছেন। যেহেতু বর্তমান চেয়ারম্যানের অধীনে গোটা বাজারের চিত্র গতিশীলতায় পরিবর্তন হয়। তিনি যদি এ মার্কেটের দায়িত্বে না থাকেন ‍তাহলের বাজারের চিত্র আগের মতোই মন্দায় রূপ নেবে। সে কারণে অনেকে আতঙ্কিত হয়ে বাজারে সেল প্রেসার বাড়িয়ে দিচ্ছে। ফলশ্রুতিতে পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে।


তবে গুজবের বিষয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হয়ে বাজারের প্রতি আস্থা রেখে বিনিয়োগে অংশগ্রহণ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, যখনই বাজার ভালোর দিকে তখনই একটি কুচক্রি মহল কমদামে শেয়ার কেনার জন্য বাজারে বিভিন্ন গুজব ছড়িয়ে থাকে। সাধারণ বিনিয়োগকারীদের সে গুজবে কান না দিয়ে বাজারে সক্রিয়ভাবে বিনিয়োগে অংশগ্রহণ করতে হবে বলে মনে করেন তারা।


এ ব্যাপারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা  জানান, বিএসইসির চেয়ারম্যান পদত্যাগ করবেন এমন কোন আভাসই নেই। এ ধরণের গুজব এড়িয়ে চলে বাজারের প্রতি আস্থা বজায় রাখার আহবান জানান তিনি।

কোন মন্তব্য নেই