ক্লাউড কম্পিউটিংয়ে বড় বিনিয়োগ করবে ফ্রান্স - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ক্লাউড কম্পিউটিংয়ে বড় বিনিয়োগ করবে ফ্রান্স


ক্লাউড কম্পিউটিং খাতে ১৮০ কোটি ইউরো বা ২১০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে ফ্রান্স। দেশটির প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো যেন বিশ্ববাজারে অংশগ্রহণ করতে পারে সে লক্ষ্যেই এ বিনিয়োগ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। খবর রয়টার্স।


এক বিবৃতিতে দেশটির সরকার জানায়, এ পরিকল্পনায় জনসেবা খাতে ৬৬ কোটি ৭০ লাখ, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ৪৪ কোটি ৪০ লাখ এবং বেসরকারি পর্যায়ে সহঅর্থায়নে ৬৮ কোটি ইউরো বরাদ্দ দেয়া হয়েছে। এরই মধ্যে ২৩টি গবেষণা ও উন্নয়ন প্রকল্প নির্বাচিত হয়েছে বলেও সরকার সূত্রে জানা যায়। এসব প্রকল্পের জন্য ৪২ কোটি ১০ লাখ আর্থিক অনুদান দেয়া হবে বলে জানা গেছে।


এক বিবৃতিতে দেশটির ডিজিটাল অ্যাফেয়ার্স-বিষয়ক মন্ত্রী সেড্রিক ও বলেন, ফ্রান্স ও ইউরোপের শিল্প খাতের বড় প্রতিষ্ঠানগুলোর উত্থানে আমাদের দীর্ঘদিনের যে উচ্চাকাঙ্ক্ষা ছিল, সেটি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হলো। ২০২৫ সাল নাগাদ এ খাতে বিনিয়োগের পরিমাণ ২০০ কোটি ইউরো ছাড়িয়ে যাবে বলেও জানান তিনি।


ফ্রান্সের ক্লাউড কম্পিউটিং ফার্ম ওভিএইচ ক্লাউডের অফিসে এসব উদ্যোগ গ্রহণের বিষয়ে ঘোষণা দেয়া হয়। গত মাসে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।


কিছু ফরাসি নীতিনির্ধারকদের আশা, ইউরোপের অন্যতম ক্লাউড পরিষেবা প্রতিষ্ঠান ওভিএইচ বাজারে প্রভাব বিস্তারকারী মার্কিন প্রতিষ্ঠান অ্যামাজনের ওয়েব পরিষেবা, মাইক্রোসফটের আজুর এবং গুগল ক্লাউডের বিকল্প অফার প্রদানে সক্ষম হবে।


অক্টোবরের শুরুতে ফ্রান্সের প্রতিরক্ষা প্রতিষ্ঠান থেইলস গুগলের সঙ্গে ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানে নতুন চুক্তি সম্পন্ন করেছে। দেশের গুরুত্বপূর্ণ তথ্যের সুরক্ষায় তারা এ সেবা দেবে।

কোন মন্তব্য নেই