সংকটের মধ্যেও লেনোভোর মুনাফায় ৬৫ শতাংশ প্রবৃদ্ধি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সংকটের মধ্যেও লেনোভোর মুনাফায় ৬৫ শতাংশ প্রবৃদ্ধি


বিশ্বজুড়ে চলমান চিপ সংকটের মধ্যেও বছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় ৬৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান লেনোভো। পাশাপাশি আগামী বছরের প্রথমার্ধেও সংকট অব্যাহত থাকবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।


লেনোভো জানায়, তারা অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় বিভিন্ন উপাদানের সরবরাহকে আরো সুরক্ষিত করার মাধ্যমে বাজারে নিজেদের ভালো অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। তবে এ সময়ের মধ্যে চিপ সংকট লক্ষ্য অর্জনে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। সংকটের ফলে ক্রয়াদেশ পূরণে বিলম্বের পাশাপাশি কম্পিউটার, স্মার্টফোন ও সার্ভারের ক্রয়াদেশে উল্লেখযোগ্য পরিমাণ জট তৈরি হয়।


এক সাক্ষাত্কারে লেনোভোর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াং ইউয়ানকিং আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী বছরের প্রথমার্ধ পর্যন্ত বিশ্বব্যাপী চলমান চিপ সংকটের কোনো সমাধান আশা করা যাচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে এ আশঙ্কায় কোনো পরিবর্তনও দেখতে পাচ্ছেন না তিনি। তিনি বলেন, বিশ্বব্যাপী চাহিদার শক্তিশালী প্রবৃদ্ধির কারণে এ সংকট তৈরি হয়েছে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাত এবং বৈদ্যুতিক গাড়ির নির্মাণ খাতে চাহিদা বৃদ্ধির ফলে চিপ সংকট আরো ঘনীভূত হয়েছে।


এরই মধ্যে কোম্পানিটির আয়ের হিসাব প্রকাশের পর তাদের শেয়ার ৫ শতাংশ কমে এসেছে। চীনের বিনিয়োগ ব্যাংক গুয়াটি জুনান সিকিউরিটিজের বিশ্লেষক জিন ইউ বলেন, বাজারে সেমিকন্ডাক্টর সংকটজনিত উদ্বেগের কারণে এমনটা হয়েছে। সেমিকন্ডাক্টর সংকটের এ প্রভাব অটোমোবাইল থেকে শুরু করে গৃহস্থালি সামগ্রীতেও পড়ছে। পাশাপাশি বিশ্বব্যাপী ব্যক্তিগত কম্পিউটার সরবরাহে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এ সংকট।


প্রযুক্তিবিষয়ক গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান গার্টনার জানায়, বিশ্বব্যাপী কম্পিউটার সরবরাহের যে বৃদ্ধি ছিল বছরের তৃতীয় প্রান্তিকে এসে তা ধীর হয়ে গেছে। অ্যান্টিভাইরাস ব্যবস্থা সহজ করার ফলে ভোক্তা এবং শিক্ষাগত খরচ ব্যক্তিগত কম্পিউটার থেকে অন্যান্য অগ্রাধিকারের দিকে সরে যাওয়ার ফলেও এমনটা ঘটেছে। একই সময়ে চিপের ঘাটতি বিভিন্ন বাজারে ল্যাপটপের সরবরাহকে বাধাগ্রস্ত করেছে। তবে ব্যক্তিগত কম্পিউটার সরবরাহের দিক থেকে বিশ্বব্যাপী শীর্ষস্থান ধরে রেখেছে লেনোভো। যদিও টানা পাঁচ মাসের দুই অংকের প্রবৃদ্ধির পর তৃতীয় প্রান্তিকে লেনোভোর মুনাফায় ধীরগতি দেখা গেছে। গার্টনার জানায়, তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক বাজারে লেনোভোর শেয়ার ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ২৩ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে।


ইয়াং ইউয়ানকিং জানান, নিজেদের হাইব্রিড সরবরাহ চেইন মডেলের সহযোগিতা পেয়েছে লেনোভো। এ মডেলের মাধ্যমে তারা নিজস্ব উৎপাদন ব্যবস্থার পাশাপাশি বহিরাগত উৎস থেকেও প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করত। এ সময় শিক্ষা কার্যক্রমে ব্যক্তিগত কম্পিউটারের চাহিদা কমলেও বাণিজ্যিক কার্যক্রমে চাহিদা ক্রমেই শক্তিশালী হয়েছে বলে জানান লেনোভো সিইও।


সম্প্রতি লেনোভো জানায়, সেপ্টেম্বরে শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইকুইটি হোল্ডারদের জন্য মুনাফার পরিমাণ বেড়ে ৫১ কোটি ২০ লাখ ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ৩১ কোটি ডলার।


রিফিনিটিভ ডাটা অনুসারে তৃতীয় প্রান্তিকে লেনোভের রাজস্ব আয় ২৩ শতাংশ বেড়ে ১ হাজার ৭৯০ কোটি ডলারে পৌঁছেছে। বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী রাজস্ব আয়ের পরিমাণ ছিল ১ হাজার ৭৩০ কোটি ডলার। চিপ সংকটের উদ্বেগ সত্ত্বেও গত বছরের তুলনায় লেনোভোর শেয়ারের পরিমাণ ৭০ শতাংশ বেড়েছে।

কোন মন্তব্য নেই