একমি পেস্টিসাইডসের নো ডিভিডেন্ড ঘোষণা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

একমি পেস্টিসাইডসের নো ডিভিডেন্ড ঘোষণা



 

আগামী ১৪ নভেম্বর দেশের উভয় স্টক এক্সচেঞ্জে একমি পেস্টিসাইডসের শেয়ার লেনদেন শুরু হবে। ইতিমধ্যে কোম্পানিটি ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সদ্য সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ডিভিডেন্ড না দেওয়ার সুপারিশ করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।




জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ২২ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১২ টাকা। এক্ষেত্রে আইপিও পরবর্তী ইপিএস দাঁড়িয়েছে ১.৬৫ টাকা। এছাড়া আইপিও পরবর্তী শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬.৫৯ টাকা।





কোন মন্তব্য নেই