ইপ্রয়োজনের সাথে অনলাইন শাড়ী ভিলেজ এর যাত্রা শুরু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইপ্রয়োজনের সাথে অনলাইন শাড়ী ভিলেজ এর যাত্রা শুরু



 


ভিন্নধারার ই কমার্স প্লাটফর্ম ইপ্রয়োজন এর সাথে অনলাইন শাড়ী ভিলেজ এর যাত্রা শুরু হয়েছে। আজ থেকে  অনলাইন শাড়ী ভিলেজ এর সকল পন্য ও সেবা ইপ্রয়োজন থেকে পাওয়া যাবে। 


ইপ্রয়োজন এবং  অনলাইন শাড়ী ভিলেজ এর এই  যাত্রা উপলক্ষে কাস্টমারদের  নগদ  ডিসকাউন্ট এ অনলাইন শাড়ী ভিলেজ এর প্রোডাক্ট কিনতে পারবেন। 


ইপ্রয়োজন কাস্টমারদের ক্যাশ অন ডেলিভারি সুবিধা অফার করে। 

“মাঝে মাঝে শাড়ি পরা ভালো।



শাড়ির যে ক্ষমতা আছে পৃথিবীর অন্য কোনো পোশাকের এই ক্ষমতা নেই। শাড়ি একটি মেয়ের পার্সোনালিটি বদলে দিতে পারে”

⚡টাঙ্গাইল শাড়িগুলি রেশম দিয়ে তৈরি তবে এত সরু নয়। টাঙ্গাইল শাড়ির নকশা ও বিল্ড কোয়ালিটি মসলিনের চেয়ে অনেক বেশি আলাদা। টাঙ্গাইল শাড়িগুলি মসলিনের মতো স্বচ্ছ এবং হালকা নয়। শাড়ীর কথা ভাবতেই সবার প্রথমেই মনে আসে টাংগাইল এর তাতের শাড়ীর কথা।যা বিশ্ব স্বীকৃত ও সমাদৃত। টাংগাইল এর একদম প্রান্তিক প্রর্যায়ে তাতিতের হাতে শাড়ীগুলা উৎপাদিত। টাংগাইল এর শাড়ী মানেই মাপে সঠিক,১০০% কালার গ্যারান্টি যুক্ত তথা গুনে ও মানে সেরা শাড়ী। টাঙ্গাইল শাড়ি বাড়িতে, প্রতিদিনের অফিস যাতায়াতে এমনকি কোনও অফিস পার্টি বা বিবাহ অনুষ্ঠানে প্রয়োজন অনুযায়ী আপনি পরতে পারবেন । দামও একদম সাধ্যের মধ্যে।কোয়ালিটিও হবে গ্যারান্টি। টাংগাইল এর শাড়ী মানেই কোয়ালিটিতে আপোষহীন শাড়ী।নিজের কিংবা প্রিয়জনের জন্য চোখ বন্ধ করে নিতে পারেন  চমৎকার শাড়ীটি।




সরাসরি শপ লিংক : https://eproyojonbd.com/store/online-sharee-village/

কোন মন্তব্য নেই