১৩টি ভাষায় ক্লাবহাউজের সাপোর্ট ফিচার চালু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১৩টি ভাষায় ক্লাবহাউজের সাপোর্ট ফিচার চালু


অঞ্চলভিত্তিক ভাষা ব্যবহারের সুবিধা প্রদানে প্রথম ধাপে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ১৩টি ভাষার জন্য সাপোর্ট ফিচার চালু করেছে সোস্যাল অডিও অ্যাপ ক্লাবহাউজ। এর মধ্যে হিন্দি, কন্নড়, মালয়ালম, তামিল ও তেলেগু রয়েছে। খবর পিটিআই।


ক্লাবহাউজের প্রধান আর্থি রামামূর্তি বলেন, স্থানীয় ভাষা ব্যবহারে সাপোর্ট ফিচার চালুর জন্য অনেক আবেদন এসেছে। প্রম্পট, নোটিফিকেশন ও বর্ণনায় স্থানীয় ভাষা ব্যবহারে সাপোর্ট ফিচার ব্যবহার করা যাবে। সেই সঙ্গে ১৩টি ভাষা ব্যবহার করে অ্যাপসে প্রবেশ করা যাবে।


অন্যান্য ভাষার মধ্যে রয়েছে ফ্রেঞ্চ, জার্মান, ইন্দোনেশিয়ান, ইতালিয়ান, জাপানিজ, কোরিয়ান, পর্তুগিজ (ব্রাজিলিয়ান) ও স্প্যানিশ।


বর্তমানে টুইটারের স্পেসেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে ক্লাবহাউজ। প্লাটফর্মটি দৈনিক ৩ লাখ রুম থেকে সাত লাখ রুম তৈরির রেকর্ড গড়েছে।

কোন মন্তব্য নেই