লিনাক্সের জন্য এজ ব্রাউজার চালু করল মাইক্রোসফট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লিনাক্সের জন্য এজ ব্রাউজার চালু করল মাইক্রোসফট


এক বছরের বেশি সময় ধরে ক্রোমিয়ামভিত্তিক এজ ওয়েব ব্রাউজারের পরীক্ষা চালিয়ে আসছিল মাইক্রোসফট। অবশেষে ব্রাউজারটির স্টেবল ভার্সন উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। খবর টাইমস অব ইন্ডিয়া।


বর্তমানে লিনাক্স অপারেটিং সিস্টেমেও এজ ওয়েব ব্রাউজার ভালোভাবে কাজ করবে এবং স্টেবল চ্যানেলের মাধ্যমে নিয়মিত আপডেট দেয়া হবে। লিনাক্সে এজ ব্রাউজার ইনস্টলেশন ফাইল প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে পাওয়া যাবে।


বৈশিষ্ট্যের দিক থেকে মাইক্রোসফট এজ ব্রাউজারের লিনাক্স ভার্সন বাজারে প্রচলিত উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমের সংস্করণের মতোই। তবে লিনাক্স ব্রাউজারের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো এর অধিক গোপনীয়তা ও নিরাপত্তা বৈশিষ্ট্য। এর পাশাপাশি ব্রাউজারে ভার্টিক্যাল ট্যাবস, কালেকশন, ডেডিকেটেড ব্যাটারি সেভার মোডসহ আরো বেশকিছু ফিচার রয়েছে।

কোন মন্তব্য নেই