এন্ট্রি লেভেলের স্মার্টফোনের জন্য স্যামসাংয়ের নতুন চিপসেট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এন্ট্রি লেভেলের স্মার্টফোনের জন্য স্যামসাংয়ের নতুন চিপসেট


স্মার্টফোনের বাজারে দীর্ঘদিন ধরে শীর্ষস্থানে অবস্থান করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। পাশাপাশি বিশ্বের যেসব প্রতিষ্ঠান নিজস্ব চিপসেট ব্যবহার করে তাদের মধ্যে অন্যতম। এর অংশ হিসেবে এবার এন্ট্রি লেভেলের স্মার্টফোনের জন্য নতুন সিরিজের এক্সিনস চিপ নিয়ে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। খবর গিজমোচায়না।


মিড রেঞ্জ ও ফ্ল্যাগশিপ বা প্রিমিয়াম পর্যায়ের স্মার্টফোনের জন্য প্রতিষ্ঠানটির আলাদা এক্সিনস চিপের লাইনআপ রয়েছে। তবে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, এন্ট্রি লেভেলের স্মার্টফোনের জন্য নতুন চিপসেট উৎপাদনে কাজ করছে প্রতিষ্ঠানটি।


টিপস্টার আইস ইউনিভার্স প্রকাশিত তথ্যানুযায়ী, এক্সিনস ১২৮০ চিপসেট উৎপাদনে ৫ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহারের বিষয়েও কাজ করছে দক্ষিণ কোরিয়ার এ প্রযুক্তি জায়ান্ট। প্রতিবেদনে আরো বলা হয়, এক্সিনস ১০৮০-এর তুলনায় নতুন চিপটির কার্যক্ষমতা ও বৈশিষ্ট্য কম। নতুন চিপের বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি। তবে প্রযুক্তিবিদদের আশা এ চিপে ফাইভজি প্রযুক্তিও থাকবে।


স্যামসাং ধীরে ধীরে তাদের স্মার্টফোনে নিজস্ব চিপ ব্যবহারের দিকে ঝুঁকছে। এর পাশাপাশি প্রতিষ্ঠানটি আরো একটি চিপসেটের উৎপাদন নিয়ে কাজ করছে। এক্সিনস ২২০০ নামে এটি আনা হতে পারে। এর সঙ্গে এএমডির গ্রাফিক্স প্রসেসিং ইউনিট থাকতে পারে।

কোন মন্তব্য নেই