মার্সিডিজের অনন্য ডিজাইনের বৈদ্যুতিক সেডান ইকিউএস সিরিজ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মার্সিডিজের অনন্য ডিজাইনের বৈদ্যুতিক সেডান ইকিউএস সিরিজ


সম্পূর্ণ বৈদ্যুতিক ইকিউএস সেডান ২০২২ নিয়ে এসেছে মার্সিডিজ-বেঞ্জ। জার্মান গাড়ি নির্মাতার দাবি, মার্সিডিজ ইকিউএস চিরতরে বৈদ্যুতিক গাড়ি চালনার ধারণা পরিবর্তন করে দেবে। অটোমোবাইলের ইতিহাসের বেশির ভাগ অংশজুড়ে মার্সিডিজ-বেঞ্জ বিলাসবহুল গাড়িগুলোর একটি প্রভাবশালী নির্মাতা হিসেবে রয়ে গেছে। এরই ধারাবাহিকতায় বৈদ্যুতিক গাড়ির প্রতিযোগিতায় ইকিউএস ২০২২ মডেল নিয়ে এসেছে সংস্থাটি।


একটি বৃহৎ সম্পূর্ণ বৈদ্যুতিক বিলাসবহুল গাড়ি হিসেবে ডিজাইন করা ইকিউএস একটি ভিন্ন ধরনের অটোমোবাইল। পারফরম্যান্সের ক্ষেত্রে গাড়িটি প্রয়োজনীয়তার চেয়েও অনেক বেশি কিছু মনে হতে পারে। গাড়িটি দুটি সংস্করণে পাওয়া যাবে। মডেলটির কম শক্তিশালী সংস্করণ ইকিউএস ৪৫০ প্লাসে ৩২৯ অশ্বশক্তির বৈদ্যুতিক মোটর রয়েছে। মোটরটি পেছনের চাকাগুলোকে চালিত করে। পাশাপাশি ইকিউএস ৫৮০ সংস্করণে দুটি মোটর রয়েছে। এর মধ্যে একটি সামনের চাকা এবং একটি মোটর পেছনের চাকায় যুক্ত। সম্মিলিতভাবে গাড়িটি ৫১৬ অশ্বশক্তি সরবরাহ করে। গাড়িটি মাত্র চার সেকেন্ডের মধ্যে শূন্য থেকে ৬০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম গাড়িটির ভেতরের আলো ও শব্দ সম্পূর্ণভাবে কাস্টমাইজযোগ্য। ভেতরের রঙিন আলো একটি উষ্ণ ও আরামদায়ক পরিবেশ সৃষ্টি করে। ইকিউএস ৪৮০ প্লাস সংস্করণের দাম ১ লাখ ২ হাজার ডলার থেকে শুরু। এছাড়া ৬৮০ সংস্করণের দাম শুরু হয় ১ লাখ ১৯ হাজার ডলার থেকে। মডেলটি এক চার্জে ৩৫০ মাইল পর্যন্ত যেতে পারে।

কোন মন্তব্য নেই