২০২২ থেকে কার্যকর হচ্ছে আরসিইপি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

২০২২ থেকে কার্যকর হচ্ছে আরসিইপি


আগামী বছরের প্রথম দিন থেকে দ্য রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি) ট্রেড এগ্রিমেন্ট কার্যকর হবে। অস্ট্রেলীয় সরকারের দেয়া তথ্যমতে এমনটা জানা যায়। এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের মধ্যে বাণিজ্য উদারীকরণ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এ চুক্তি করা হয়েছে। খবর কিয়োদো নিউজ।


আরসিইপির আওতায় ১৫টি দেশের সদস্যরা বিশ্বের সবচেয়ে বৃহৎ মুক্ত বাণিজ্য চুক্তিতে (এফটিএ) অঙ্গীকারবদ্ধ হয়েছে। যদিও এ চুক্তির আওতায় বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্ত নয়। পাশাপাশি চীন ও দক্ষিণ কোরিয়া উভয় দেশের যৌথ উপস্থিতিতে জাপানের করা প্রথম অর্থনৈতিক সহযোগিতা চুক্তি এটি। বর্তমানে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও এ চুক্তি অনুমোদন দিয়েছে। ফলে চুক্তিটি কার্যকর হওয়ায় আর কোনো বাধা নেই। সম্প্রতি অস্ট্রেলিয়ার বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগমন্ত্রী ডান তেহান এক বিবৃতির মাধ্যমে এমনটা জানান।


বিবৃতিতে বলা হয়, আসিয়ানভুক্ত (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) অন্তত ছয় দেশের অনুমোদন এবং আসিয়ান-বহির্ভূত তিন দেশের অনুমোদনের পর ৬০ দিনের মধ্যে আরসিইপি কার্যকর হবে। ২ নভেম্বর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সরকার কর্তৃক আরসিইপি অনুমোদন দেয়ায় চুক্তিটি কার্যকর করার লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। ফলে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে আরসিইপি চুক্তি কার্যকর হতে আর কোনো বাধা নেই।


আরসিইপি বাণিজ্য চুক্তিতে আসিয়ানের ১০ সদস্য অন্তর্ভুক্ত রয়েছে। মূলত ৯১ শতাংশ পণ্যের ওপর থেকে বিভিন্ন ধরনের কর বিলুপ্ত করার লক্ষ্যে এ চুক্তি সাজানো হয়েছে। একই সঙ্গে ব্যবসায়িক ক্ষেত্রে বিনিয়োগ, মেধাসম্পদ এবং ই-কমার্সের ক্ষেত্রে একটি মানদণ্ড নির্ধারণের জন্য এ চুক্তি প্রণয়ন করা হয়। চুক্তির মাধ্যমে মুক্ত বাণিজ্য এলাকায় সরবরাহ চেইনের সর্বোচ্চ সুবিধাজনক ব্যবহার সহজ এবং নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নেয়া হয়। বৈশ্বিক উৎপাদন, বাণিজ্য ও জনসংখ্যার ৩০ শতাংশই আরসিইপির আওতাধীন মুক্ত বাণিজ্য এলাকা দিয়ে পরিচালিত হয়ে থাকে।

কোন মন্তব্য নেই