আগ্রহের শীর্ষে হাক্কানি পাল্প - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আগ্রহের শীর্ষে হাক্কানি পাল্প


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৭টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে হাক্কানি পাল্পের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, আগের কার্যদিবস হাক্কানি পাল্পের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬১ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬৭.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬.১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে হাক্কানি পাল্প ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।


এদিন ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সমতা লেদারের ৯.৯৬ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৯.৯৫ শতাংশ, জিকিউ বলপেনের ৯.৯৩ শতাংশ, আজিজ পাইপসের ৮.৮৫ শতাংশ, এটলাস বাংলাদেশের ৭.৭৭ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৭.২৭ শতাংশ, এমবি ফার্মার ৭.২২ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৭.১৪ শতাংশ এবং মনোস্পুর পেপারের শেয়ার দর ৫.৩৫ শতাংশ বেড়েছে।

কোন মন্তব্য নেই