রোববার লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ। কোম্পানিটির ১৮৯ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর লেনদেনশেষে দুপুর ২টা ৩২ মিনিটে এই তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড লেনদেন হয়েছে ৫৩ কোটি ১৬ লাখ ১৭ হাজার টাকার।
৩৯ কোটি ৪৭ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেনেক্স ইনফোসিস, সাইফ পওয়ারটেক, বিটিশ আমেরিকান টোব্যাকো, রহিমা ফুড এবং সোনালী পেপার।
কোন মন্তব্য নেই