কানাডায় নিউজ শেয়ারিংয়ে ব্লকের হুমকি ফেসবুকের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কানাডায় নিউজ শেয়ারিংয়ে ব্লকের হুমকি ফেসবুকের


 কানাডায় ফেসবুকে গণমাধ্যমের সংবাদ শেয়ার করলে সেটি ব্লক করার হুমকি দিয়েছে মেটা মালিকানাধীন প্রতিষ্ঠানটি। গণমাধ্যমের সংবাদ ডিজিটাল এ প্লাটফর্মেতে শেয়ার করলে প্লাটফর্মটি গণমাধ্যমকে অর্থ দেবে এমন আইনি বাধ্যবাধকতার কারণে এ হুমকি দিল ফেসবুক। খবর রয়টার্স।


গত এপ্রিলে এ-সংক্রান্ত অনলাইন নিউজ অ্যাক্ট তৈরি করা হয়। আইনটি অনুযায়ী মেটা মালিকানাধীন ফেসবুক ও গুগলের অ্যালফাবেটস গণমাধ্যমের সংবাদ প্রকাশ করলে অর্থ দেবে এ বিধান রাখা হয়। এর আগে গত বছর অস্ট্রেলিয়ায়ও একই ধরনের একটি আইন পাস করা হয়েছিল।


তবে আইনটি পাসে সংসদীয় কমিটির অনুমোদন প্রয়োজন রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সোশ্যাল মিডিয়া ফেসবুক জানায়, তাদের উদ্বেগ বা সমস্যাগুলো শেয়ার করার জন্য আমন্ত্রণ করা হয়নি।



ব্লগে পোস্টে করা এক বার্তায় কানাডায় অবস্থিত মেটার মিডিয়া পার্টনারশিপের প্রধান ডিনসডেল বলেন, আমাদের বিশ্বাস অনলাইন নিউজ অ্যাক্টটির নিয়মনীতি ফেসবুক ও গণমাধ্যমের সম্পর্কের মধ্যে ভুলভাবে উপস্থাপন করছে। সেজন্য আইনটি পুনর্বিবেচনা বা সংশোধন করার জন্য আমাদের পক্ষ থেকে সরকারকে আহ্বান করা হয়েছে।


চলতি বছরের এপ্রিলে কানাডার হেরিটেজ মিনিস্টার পাবলো রদ্রিগেজ আইনটি সংসদে উত্থাপন করেন। গত শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, আইনটির বিষয়ে সরকার ফেসবুকের সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত রেখেছে।   

কোন মন্তব্য নেই