টেক্সাসে গুগলের বিরুদ্ধে মামলা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টেক্সাসে গুগলের বিরুদ্ধে মামলা


অনুমতি ছাড়া ব্যক্তি শনাক্তে ব্যবহূত বায়োমেট্রিক তথ্য সংগ্রহের অভিযোগে টেক্সাসে গুগলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রদেশটির অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন এ মামলা করেছেন। খবর টেকরাডার।


মামলার বিবরণ অনুযায়ী, প্যাক্সটনের দাবি প্রতিষ্ঠানটি ভয়েস ও মুখমণ্ডলের তথ্য সংগ্রহের আগে ব্যবহারকারীদের কাছ থেকে পর্যাপ্ত অনুমতি গ্রহণ করেনি। তার অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে গুগল বায়োমেট্রিক তথ্য সংরক্ষণে প্রদেশের আইন লঙ্ঘন করেছে। এর আগে ২০১৫ সালেও প্রতিষ্ঠানটি কয়েকবার বিধি ভেঙেছে।


প্যাক্সটনের তথ্যানুযায়ী, গুগল ফটোজ, অ্যাসিস্ট্যান্টসহ যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটির বাকি পণ্যগুলোও তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালগরিদমের উন্নয়নে ব্যবহারকারীদের এসব তথ্য সংগ্রহ করে। মামলা ও অভিযোগের বিষয়ে এক বিবৃতিতে গুগলের এক মুখপাত্র জোস ক্যাসটানেডা বলেন, অ্যাটর্নি জেনারেল প্যাক্সটন আরেকটি মামলার মাধ্যমে আমাদের পরিষেবা ও পণ্যকে ভুলভাবে উপস্থাপন করছেন।



তিনি বলেন, উদাহরণস্বরূপ গুগল ফটোজ ব্যবহারকারীদের বিভিন্ন বিষয়ের ছবি সাজাতে সহায়তা করে, বিশেষ করে একই মুখের ছবিগুলোকে সাজিয়ে দেয়। এর কারণে সহজেই পুরনো ছবি খুঁজে পাওয়া যায়। বিষয়টি শুধু ব্যবহারকারী একাই দেখতে পারবে এবং যে কেউ চাইলে এটি বন্ধ করে দিতে পারবে। পাশাপাশি বিজ্ঞাপন দেখানোর জন্য গুগল কোনো ছবি বা ভিডিও ব্যবহার করে না।


২০২২ সালের সেপ্টেম্বরে প্যাক্সটন দাবি জানিয়েছিলেন, ফেসবুক ও গুগল একটি অনলাইন বিজ্ঞাপন চুক্তির জন্য একত্রিত হয়েছিল। পরে আদালত থেকে সেটি বাতিল করে দেয়া হয়। মূলত প্রতিষ্ঠানগুলো নিজেদের স্বার্থের জন্য এ চুক্তি নিয়ে কাজ করছিল।

কোন মন্তব্য নেই