আইমেসেজ অ্যাপের ডিজাইন পরিবর্তন করবে অ্যাপল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আইমেসেজ অ্যাপের ডিজাইন পরিবর্তন করবে অ্যাপল


অন্যান্য প্রযুক্তি জায়ান্টের মতো অ্যাপলও প্রতিনিয়ত ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা প্রদানে বিভিন্ন ফিচার আনছে। এর অংশ হিসেবে এবার আইমেসেজ অ্যাপের ডিজাইনে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি। খবর গিজচায়না।


প্রযুক্তিবিদ ও বিশ্লেষকদের ধারণা, আগামী বছর এমআর হেডসেটের সঙ্গে নতুন ডিজাইনের আইমেসেজ অ্যাপটি বাজারে আসতে পারে। মাজিন বুর তথ্যানুযায়ী, অ্যাপল আইমেসেজের নতুন ভার্সন নিয়ে কাজ করছে। এতে নতুন হোম ভিউ, চ্যাট রুম, ভিডিও ক্লিপসসহ একাধিক পরিবর্তন থাকবে। অ্যাপটি অগমেন্টেড রিয়েলিটিতে নতুন চ্যাট ফিচার ব্যবহারের সুবিধা দেবে। আগামী বছর অ্যাপলের হেডসেটের সঙ্গে এটি উন্মোচন করা হবে।



অ্যাপলের আইওএস ১৬এ আইমেসেজ অ্যাপের জন্য বেশকিছু নতুন ফিচার নিয়ে এসেছে। এর মধ্যে সম্প্রতি পাঠানো কোনো মেসেজ এডিট বা ডিলিট করা, কোনো কথোপকথনকে আনরিড মার্ক করার পাশাপাশি আমন্ত্রণ ও ইভেন্ট আপডেটের মতো বিষয় রয়েছে। আইমেসেজের জন্য আইওএস ১৬-তে শেয়ারপ্লে ফিচারও চালু করা হয়েছে।

কোন মন্তব্য নেই