ইনকগনিটো মোড নিয়ে গুগলের কর্মীরাও নিশ্চিন্ত নন
একই ডিভাইসের একাধিক ব্যবহারকারী থাকলে তাদের থেকে ব্রাউজিং হিস্ট্রি বা ইতিহাস আড়ালে ইনকগনিটো বা ছদ্মবেশী মোড ব্যবহার করা যায়। তবে গুগল ও ব্রাউজ করা ওয়েবসাইট থেকে সে তথ্য আড়াল করা যায় না। এমনকি গুগলের কর্মীরাও এ মোড নিয়ে নিশ্চিন্ত নন। খবর গিজচায়না।
নিরাপত্তা ইস্যুতে প্রতিষ্ঠানটি ৫০০ কোটি ডলার জরিমানার মুখে পড়তে যাচ্ছে। প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের প্রধানও এ বিষয়ে সতর্ক ছিলেন। তার মতে, গুগল ক্রোমের ইনকগনিটো মোড যতটা গোপন ও নিরাপদ মনে করা হয়, ততটা আসলে নয়।
ব্লুমবার্গের তথ্যানুযায়ী, গুগলের মার্কেটিং বিভাগের প্রধান লরেইন টোহিল প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিচাইয়ের কাছে সরাসরি পাঠানো এক ই-মেইল বার্তায় ইনকগনিটো মোডকে সত্যিকার অর্থে নিরাপদ ও গোপন করতে অনুরোধ জানান। কেননা এ পরিষেবা আসলেই গোপন ও নিরাপদ নয় বলেও জানান তিনি। আদালতে ফাইলিংয়ের অংশ হিসেবে প্রকাশিত অন্যান্য নথিতে দেখা যায়, ২০১৮ সালের শুরুতে স্পাই গাই আইকন ব্যবহার করায় কর্মীরা তুমুল সমালোচনা করেছিলেন।

কোন মন্তব্য নেই