ইনকগনিটো মোড নিয়ে গুগলের কর্মীরাও নিশ্চিন্ত নন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইনকগনিটো মোড নিয়ে গুগলের কর্মীরাও নিশ্চিন্ত নন


একই ডিভাইসের একাধিক ব্যবহারকারী থাকলে তাদের থেকে ব্রাউজিং হিস্ট্রি বা ইতিহাস আড়ালে ইনকগনিটো বা ছদ্মবেশী মোড ব্যবহার করা যায়। তবে গুগল ও ব্রাউজ করা ওয়েবসাইট থেকে সে তথ্য আড়াল করা যায় না। এমনকি গুগলের কর্মীরাও এ মোড নিয়ে নিশ্চিন্ত নন। খবর গিজচায়না।


নিরাপত্তা ইস্যুতে প্রতিষ্ঠানটি ৫০০ কোটি ডলার জরিমানার মুখে পড়তে যাচ্ছে। প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের প্রধানও এ বিষয়ে সতর্ক ছিলেন। তার মতে, গুগল ক্রোমের ইনকগনিটো মোড যতটা গোপন ও নিরাপদ মনে করা হয়, ততটা আসলে নয়।



ব্লুমবার্গের তথ্যানুযায়ী, গুগলের মার্কেটিং বিভাগের প্রধান লরেইন টোহিল প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিচাইয়ের কাছে সরাসরি পাঠানো এক ই-মেইল বার্তায় ইনকগনিটো মোডকে সত্যিকার অর্থে নিরাপদ ও গোপন করতে অনুরোধ জানান। কেননা এ পরিষেবা আসলেই গোপন ও নিরাপদ নয় বলেও জানান তিনি। আদালতে ফাইলিংয়ের অংশ হিসেবে প্রকাশিত অন্যান্য নথিতে দেখা যায়, ২০১৮ সালের শুরুতে স্পাই গাই আইকন ব্যবহার করায় কর্মীরা তুমুল সমালোচনা করেছিলেন।

কোন মন্তব্য নেই